আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের ইতিহাস : ড. মুহাম্মদ জাফর ইকবাল

ফেসবুক : www.facebook.com/mahmud.sust
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এখন অনেক কঠিন হয়ে পড়েছে। ইতিহাস বিকৃতির চেষ্টার ভীরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস খুজে পাওয়া প্রায় অসম্ভব। ঠিক সেই সময়, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং ইতিহাস পড়তে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের সবার প্রিয় জাফর স্যার লিখেছেন "মুক্তিযুদ্ধের ইতিহাস"। ছুটির দিনের একটি সংখ্যা থেকে জানতে পেরেছিলাম যে তার মাথায় একটি আইডিয়া এসেছে যে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সবচেয়ে সংক্ষেপে লিখবেন। যেন এক বসাতে পড়ে শেষ করে ফেলা যায়।

যেখানে প্রত্যেকটি কথার রেফারেন্স থাকবে যেন সন্দেহের কোন অবকাশ না থাকে। তবে এত সংক্ষেপে লেখা মোটেই সহজ ব্যাপার ছিল না। সবই সম্ভব হয়েছে তার মত মানুষের আন্তরিকতা এবং তার সহযোগীদের সাহায্যে। বইটি এখন প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে। বইটির শুভেচ্ছা মূল্য ১০ টাকা।

বইটি একটি অলাভজনক প্রকাশনা তাই স্যারের অনুমতিক্রমে এই বইটির একটি পিডিএফ ভার্সনও রিলিজ করা হয়েছে। যেখানে আপনি বাংলা এবং ইংরেজী এই দুটি ভাষায় বইটি পাবেন। আমি আশা করব সবাই একবার হলেও বইটি পড়বেন। বইটির ডাউনলোড লিংক : মুক্তিযুদ্ধের ইতিহাস ।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.