আমাদের কথা খুঁজে নিন

   

আকাশের প্রান্ত ছুয়ে( ছবি ব্লগ)

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
বৈশাখের আগের দিন ছুটি থাকায় সবাই মিলে ছুটলাম পাহাড়ের মাঝে একটা শহর দেখতে কিন্তু কোন কারনে শহরে গাড়ী নিয়ে প্রবেশের রাস্তা বন্ধ। একজনের কাছে জানতে চাইলাম কি আছে আশেপাশে দেখার মতো। এক উত্তর চলে ্যাও পিয়ানেচ্ছায়। ছুটলাম পিয়ানেচ্ছার পথে। আস্তে আস্তে উপরের দিকে উঠছি ২০০০ হাজার ফিট উচু এক ছোট পাহাড় থেকে ভালডোভিয়াডেন শহর।

আমরা ্যখন প্রায় ৪০০০ হাজার ফিট উপরে সবাই কে অবাক করে দিল এই দুই সাইকেল আরোহী। ৬০০০ হাজার ফিট উপরে ্যখন মেঘের খুব কাছে আমরা। দূরে এখনো জমে থাকা বরফে ঢেকে পাহাড়। নিচে গাড়ী রেখে আমরা চারজন আরো ৫০০ ফিট উপরে উঠি এই খাড়া পথে। দূরে অনেক দুরে সেই শহর ভালডোভিয়াডেন।

ইতালীর ত্রেভুজু প্রদেশের এক বিখ্যাত শহর এই ভালডোভিয়াডেনে। এখানকার ভিনু(মদ) সারা ইতালী জুড়ে জনপ্রিয়। সব গুলো ছবি নকিয়া এন ৭০ দিয়ে তোলা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।