আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা মশার গানে

যুদ্ধাপরাধীদের বিচার চাই

ডুয়েট অর্থাৎ দ্বৈত সঙ্গীতের কথাতো আমরা জানি ৷ যেমন ধরা যাক কিশোর কুমার ও লতা মুঙ্গেশকর অথবা রুনা লায়লা ও এন্ড্রুকিশোরের দ্বৈত সঙ্গীত৷ কিন্তু আমরা কি জানি পশু-পাখি, কীট- পতঙ্গও দ্বৈত সঙ্গীত করে! আমরা বিজ্ঞানের কাছ থেকে জানতে পারি, যখন পুরুষ কোকিল স্ত্রী কোকিলকে খোঁজে তখন তার গলা থেকে মিষ্টি সুর বের হয়ে আসে৷আবার বর্ষায় পুরুষ ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ ডেকে নারী ব্যাঙকে জানান দেয় সে আছে৷ কখনো কখনো পুরুষ তিমি মাছ গান গেয়ে নারী তিমি মাছের খোঁজে বের হয়৷ আর পুরুষ তেলাপোকা নারী তেলাপোকাকে ডাকে নিজের দেহের গন্ধ বিলিয়ে৷ পশুপাখির দ্বৈত সঙ্গীত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এবার এক নতুন তথ্যের আবিষ্কার করেছেন৷ পুরুষ ও স্ত্রী এডিস মশা যখন একসাথে মিলিত হয় তখন তাদের পাখার ঝাপটায় একধরনের সুর তৈরী হয় ৷ অর্থাৎ যখন একটি পুরুষ এডিস মশা আরেকটি স্ত্রী মশাকে অনুসরণ করে এবং মিলিত হয় তখন এই যুগলের ডানার শব্দে তৈরী হয় ‘ভালোবাসার গান’৷ কর্ণেল বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞানমূলক নিরীক্ষায় জানা গেছে তাদের মিলনকে বুঝতে পারার এটি একটি নতুন পথ৷ এই পরিচিত গুণ গুণ শব্দ মানুষের জন্য খুব বিরক্তিকর হলেও স্ত্রী মশা এভাবেই পুরুষ মশাকে নিজের কাছে ডাকে৷ পুরুষ মশা ও স্ত্রী মশা যখন ডানা মেলে তখন তাদের একধরনের নিজস্ব শব্দ তৈরী হয়৷ কিন্তু যখন তারা মিলিত হয় তখন নতুন এক ধরনের মিষ্টি সুরের আবির্ভাব ঘটে যা গানের পর্যায়ে ফেলা যায়৷ অবাক করার বিষয়টি হলো এই যে এই সুরের ব্যাপ্তিকাল মাত্র দশ সেকেন্ড –আর এ বিষয়টি জানতে পেরে অবাক হয়েছেন কর্ণেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা৷ একথা সকলের জানা যে, এডিস মশা ডেঙ্গু জ্বরের বীজ ছড়ায়, তাই বিজ্ঞানীরা এদের সংখ্যা কমানোর পথ খুঁজছে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.