আমাদের কথা খুঁজে নিন

   

রেশমী চুলের অধিকারীরা জিতেছে বিশ্বসুন্দরীর মুকুট এবং মি: জার্মানী প্রতিযোগীতা

যুদ্ধাপরাধীদের বিচার চাই

যখন বিশ্বের সবচেয়ে সুন্দরী রমনীরা জোহানেসবার্গে নির্বাচিত হচ্ছেন, ঠিক তখনই তার থেকে হাজার মাইল দূরে জার্মানীতে সুন্দর দেহের অধিকারী পুরুষদের মিঃ জার্মানী খেতাবে অভিষিক্ত করা হচ্ছে৷ দুজন বিজয়ীই ছিলেন রেশমী সোনালী চুলের অধিকারী৷ যখন ঐ উৎসবের বিচারকরা তাদের নির্বাচন করছিলেন কোকড়া কালো চুলের জার্মানীদের জন্য বিষয়টা দুঃখের ছিল ৷ কেসনিয়া সুকিনোভা, একজন ২১ বছর বয়সের রাশিয়ান তরুণী, ১০৯ জন প্রতিযোগীদের হারিয়ে তার লম্বা সোনালী চুলের ঢেউ দিয়ে বিচারকদের হৃদয় জয় করে নিয়েছেন৷ তিনি ১৩ই ডিসেম্বর ২০০৮ শনিবার সাউথ আফ্রিকায় বিশ্বসুন্দরীর মুকুট পড়েছেন৷ এতে জার্মানীর জন্য একটি বড় সুযোগ ছিল, ২০১০ এর বিশ্বকাপ ফুটবলের জন্য একজন সুন্দর অবয়বের উপস্থাপিকা পাওয়া যেত, সাথে এদের শত হাজার অনুরাগীদের চমক দেখানো যেত৷ এবছর বিশ্বসুন্দরী প্রতিযোগীতায় ১৮০টি দেশ অংশগ্রহণ করেছে এবং ২ বিলিয়ন মানুষ তা দেখেছে বলে আয়োজকরা অনুমান করছেন৷ অবশ্য ড্রিক স্কেলমারের বিজয় এতো লোক দেখেছে বলে মনে হয়না৷ ২৪ বৎসরের আইনের ছাত্র গত শনিবারে মি: জার্মানী খেতাব জিতে ছোট শহর উত্তর পূর্ব লিনস্টতে৷ ১.৮৯ মিটার (৬ ফুট, ৩ ইঞ্চি) লম্বা, রেশমী সোনালী চুল, নীল চোখের অধিকারী মিঃ বাডেন-ভুর্টেমবার্গ ১৭ জন প্রতিযোগীকে হারিয়ে জার্মানীতে সবচেয়ে সুন্দর পুরুষ হিসাবে ঘোষিত হয়েছেন৷ তার হয়তো নিজের প্রিয় সখগুলো বাদ দিতে হতে পারে – একবছরের জন্য স্নো-বোর্ডিং এবং ফুটবল খেলা থেকে নিজেকে বিরত রাখতে হবে যাতে এর মাঝে তার নিজের এই দামী দেহের কোন ক্ষতি না হয়৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.