আমাদের কথা খুঁজে নিন

   

নিষিদ্ধ পলিথিন, ব্যবহৃত কন্ডম আর ৬৩৫ টি লাশ!

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

নিজেকে কেমন যেন নাগরিক আবর্জনা মনে হয়। ডাস্টবিনে নোংরা বাসি খাবার, নিষিদ্ধ পলিথিন আর ব্যবহৃত কন্ডমের পাশে নিতান্ত অবহেলায় শুয়ে থাকে আমাদের স্বপ্ন। রাত পোহাইলেই স্বপ্ন ভেঙ্গে যায়।

রাত পোহায় ক্যান? গত এক সপ্তাহ ধরে নিজেকে কেমন যেন হাইরা যাওয়া মানুষ মনে হচ্ছে। এক কালে এই মানব যন্ত্র খানায় অনেক স্বপ্নের আবাদ হতো, খালি হাতে দু একটা কেউটের বাচ্চাকে গলা টিপে মারছি অনেক দিন। বুকের ভেতর এখন শুধু ঢিপ্‌ ঢিপ্‌ শব্দ হয়। পার ভাঙ্গার, স্বপ্ন ভাঙ্গার! এলোমেলো হাতছানি, নষ্ট রজ্জুকে সর্প ভ্রম করে এখন আমার ক্লান্ত চোখ। চার দিকে খালি আবাল হন্তারক।

আততায়ীর মত পিঠে ছুড়ি মারে, ষ্ট্যাব করে ভবিষ্যতের পাঁজরে। চিনতে পারিনা। সকাল বিকাল পাড়ার মসজিদে ওয়াজ মাহফিলে বয়ান হয় বেহেশতের, হুর পরি; মনের ভেতর হু হু নিঃসঙ্গতা। যতদিন শীত ছিল, আগুনে হাত রেখে শরীরকে উত্তপ্ত করতাম, বৈশ্বিক উষ্ণতা এখন আমার পুরো অস্তিত্বকে তপ্ত করে রাখে। তিন মাসে ৬৩৫ জন বাংলাদেশী কর্মী লাশ হয়ে ফিরেছেন।

মঙ্গল করো, মঙ্গল করো, মঙ্গল করো হে.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.