আমাদের কথা খুঁজে নিন

   

টকশো নিষিদ্ধ হচ্ছে!- এরপর হয়তো ব্লগ নিষিদ্ধ হবে

I am Bangladesh supporter বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোয় রাতের টকশোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। দু-একদিনের মধ্যে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হবে। চ্যানেলগুলোকে এরই মধ্যে সতর্ক করা হয়েছে বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। টকশোসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ দুপুর ১২টায় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিক ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পর্যায়ের ব্যক্তিদের বৈঠকে আমন্ত্রণ করেছেন বলে চ্যানেল সূত্রে জানা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে গণভবনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময়কালে মিডিয়াসহ টকশোওয়ালাদের কঠোর সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছিলেন, আগে আমরা জানতাম—মধ্যরাতে সিঁধ কাটতে যায়। আর এখন টকশোতে যায় আমাদের মাথা কাটতে। কারও নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, এখন এমন অনেকের কাছ থেকে টকশোতে আমাদের কথা শুনতে হয়, যারা নির্বাচন করতেও ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী গণমাধ্যমের সমালোচনা করে আরও বলেন, যাদের অনেক পয়সা আছে, তারা পত্রপত্রিকা চালাতে পারে। তারা ব্যবসায়ী।

তাদের তো অনেক রকম চাহিদা আছে, আমাদের পক্ষে তো সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। সেই চাহিদা পূরণ না করলেই তারা বেজার হয়ে যান এবং আমাদের বিরুদ্ধে অনেক কথাই লেখেন। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠান কাভার করার জন্য না যেতে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে জানিয়ে দেয়া হয়েছে বলে ওই কার্যালয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বলেছে, যদি প্রয়োজন হয়, তাহলে চ্যানেলগুলোকে তারাই জানাবে। এদিকে গতকাল দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে কাভার করতে দিলেও রাতে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকটি দেয়া হয়নি বলে জানা যায়।

উভয় বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মতিয়ার রহমান মারা গেলে টাঙ্গাইল-১ আসনে দলের প্রার্থী মনোনয়ন করতে প্রধানমন্ত্রী ভবনে আওয়ামী লীগের ওই বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, আজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠান কাভার করতে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে না যেতে বলা হয়েছে। তাদের বলে দেয়া হয়েছে, প্রয়োজনে বিটিভি থেকে ফুটেজ নিয়ে নিতে। এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

টকশো বন্ধ করার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ আছে কি না জানতে চাইলে তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন আমার দেশকে জানান, এ ধরনের কোনো উদ্যোগের কথা আমার জানা নেই। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টকশোর ওপর বিধিনিষেধ আরোপের কোনো চিন্তা নেই। বেসরকারি চ্যানেলগুলোর কর্তৃপক্ষের সঙ্গে তথ্যমন্ত্রীর আজকের বৈঠক সম্পর্কে তিনি বলেন, এটা অন্য কিছু নয়, মাননীয় তথ্যমন্ত্রীর সঙ্গে তাদের এটি একটি সৌজন্য সাক্ষাত্। এমনই কোন সৌজন্য সাক্ষাৎ এ হয়তো ব্লগ নিষিদ্ধ হয়ে যেতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।