আমাদের কথা খুঁজে নিন

   

কারা কেড়ে নিচ্ছে ?????

মানুষের জীবনের ঢের গল্প.......

নির্দিধায় আমার লেখাটির বিষয় বস্তু রাতের আকাশের তারা, ভোরের পাখি আথবা পয়েলা বৈশাখের পান্তা ইলিশ হতে পারতো। ভেবে ছিলাম এরকম কিছু নিয়ে লিখবো হল না। লিখতে গিয়ে দেখি এক মায়ের চোখ, পলকহীন সজল চোখের দৃষ্টি মনটা কে অবসন্ন করে ফেলছে। সেই মায়ের চোখ মনে হতেই আমি দেখতে পাই বর্ষার আকাশ। এই ভীষন খড়ায় জায়নামাজে বসে উপরওয়ালার কাছে দুহাত তোলা সেই মায়ে চোখ দিয়ে দেখি নেমে আসছে অনন্ত বৃষ্টিধারা।

একজন নারী আমাদের দেশের আর দশজন সাধারন নারী, ভাই বোনদের সবার ছোট। স্বামী সংসারে বড় বৌ , সারা জীবন ধরে সংগ্রাম করে আজ জীবনের সবচেয়ে ভংকর কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। নিজের তুখোড় মেধাবী ছেলে , সকলের মন জয় করা সেই এ্যান্জেল আজ সব এলোমেলো করে দিচ্ছে তার। আমার আপাদমস্তক আচ্ছন্ন হয়ে এসছে। তার জন্য কিছুই করতে পারছি না।

কিচ্ছু না। ছেলে তার ফোনে কথা বলতে বলতে এমন এক মেয়ে কে ভালবেসে বসেছে যার কিনা ৬ মাসের বেশি কোনো ছেলে ভাল লাগে না। হায়রে মোবাইল!!!! মুখে তুলে ভাত খাওয়ানো যাচ্ছে না। ঘুমের ওষুধ খেয়েও ঘুম নাই। এইচ. এস. সি পরীক্ষার্থি কোন ছেলের মা হয়ে তার এখন কি করা উচিৎ।

এরকম অনেক মা ই নিভৃতে কাঁদে যাদের খবর খুব কাছের মানুষ ছাড়া কেউই জানতে পারে না। আমরা যারা আজ সোকলড আধুনিক স্মার্ট যুব সমাজ তারা ফোনে/নেটে কারো প্রেমে পড়ার ( আকাম কুকাম করার) আগে নিজের মা য়ের মুখটা মনে করো একবার। যখন বল ভালবাসি তখন মাকে ভুলে যেও না। আমি একা আমার কোন বন্ধু নাই , একজন বন্ধু চাই বলে ফেইস বুকে স্ট্যাটাস দাও এখন, ঝড়ের রাতে ভয় পেলে যে কোলে মুখ লুকাতে তার কথা মনে এনো একবার..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.