আমাদের কথা খুঁজে নিন

   

ভিনদেশে বৈশাখ

D:\mobile pics\MAN UTD\ManchesterUnited-1

আমি থাকি শ্রীলংকায়। বেশিদিন হয়নি অবশ্য, মাত্র ২৮ দিন হল। ২৭তম দিন ১লা বৈশাখ। জীবনের প্রথম দেশের বাইরে । ভয়ংকর মিস করেছি রমনা, বিশ্ব্ববিদ্যালয়, ধানমন্ডি, চন্দ্রিমা..... ঢাকা, আমার ঢাকা।

আগের দিন ফোন করে জেনে নিয়েছিলাম রাষ্ট্রদূত ভবনে পৌছুতে হবে ১২টার আগে। সময়মতো পৌছে গেলাম। দেখা হলো শ্রীলংকায় বসবাসরত গুটিকয় বাংলাদেশীদের সাথে। ২৭ দিন পর এই ক'জনকে দেখেই মনে হল আকাশের চাদ হাতে পেলাম থুক্কু এই কাঠফাটা রোডে আবার চাদ? যাই হোক, দেখি সব বাংলা খাবারের আয়োজন। কি নেই? সবই আছে, ইলিশ ভাজা থেকে শুরু করে ঘোল, সবই।

মনে হল কতদিন পর পেট ভরে খেলাম। এরপর গানের আসর। এখানকার বাংলাদেশীরা আগের দিন সারারাত রান্না করেছেন, গানের রেওয়াজ করেছেন। অসাধারন সুন্দর অনুষ্ঠান হল, চিৎকার করে গলা ফাটিয়ে ফেলেছি। সন্ধেবেলা আবার বাসায় ফেরা।

মনের ভেতর এখনো যেন বাজছে 'এসো হে বৈশাখ....'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।