আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পয়লা বৈশাখটা শেষ হয়ে গেল

একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।

বুয়েটের আর্কির পয়লা বৈশাখ উদযাপনের অনুষ্ঠানটি আয়োজনের একটা ধারা আছে। গতবারের আগেরবার না হওয়ায় গতবার ব্যাচ ০১ আর ০২ একসাথে আয়োজন করে। আর সেই হিসাবে এবার আমাদের পালা। এই পয়লা বৈশাখ তাই আমাদের পয়লা বৈশাখ।

এবার আমাদের নানান জটিলতার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। অনেকটা ইংরেজিতে বলা " against all odds" কথাটার মতন। একটা সময় আমরা নিজেরাই সন্দিহান হয়ে পড়েছিলাম কেমনে হবে? তারপরও যখন against all odds একটা পয়লা বৈশাখ আয়োজন করে ফেলেছি, তখন কেমন জানি লাগছে, বিশ্বজয়ের অনুভূতি হয়তো এরকমই হয়। যদি কেউ সারাদিনে এসে থাকেন অথবা সন্ধ্যার অনুষ্ঠানে, তাহলে জানতে চাইবো, কেমন হলো? পাশের এক্সিবিশনটাই বা কেমন ছিলো? এক্সিবিশন নিয়ে নীরুদার কথাটা কখোনোই ভুলবো না," আনএক্সপেক্টেড, তোদের কাছ থেকে এত ভালো কাজ আশা করিনি। " আর শিরোনামহীনের কনসার্টে তুহিন ভাইয়ের বুলেট কিংবা কবিতার পরিবেশনা, বুলেট কিংবা কবিতার প্রথম লাইভ পরিবেশনা।

আরো অজস্র স্মৃতির একটা দিন। কিন্তু একটা কথা কানে ভাসছে খুব,কনসার্ট শেষে বন্ধু মুনিয়ার অসহায় আর্তনাদ যেন, "দোস্ত আমাদের শেষ পয়লা বৈশাখটা শেষ হয়ে গেল? " আমি ঠিক করে দেই," নারে, আমাদের পয়লা বৈশাখটা শেষ হয়া গেল। " আবারো আসবে পয়লা বৈশাখ। এই আগামীবারই ০৪ হয়ে যাবে আয়োজক, আমরা থাকবোই না হয়তো আর স্টুডেন্ট, বা থাকলেও এক্কেবারে শেষের আসে পাশে। এবারের মত হবে না, আর কখনোই না।

তাই এই বৈশাখ, ১৪১৬ আমাদের। এই নববর্ষ আমাদের। এই পয়লা বৈশাখটাও আমাদের। আর কয় ঘন্টা পরে শেষ হয়ে যাবে । আমাদের পয়লা বৈশাখটা শেষ হয়ে গেল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।