আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যান্টাসীতে ফ্যান্টাসী

সব ক'টা জানালা খুলে দাওনা...

গত শুক্কুরবার কয়েক বন্ধু মিলা গেলাম ফ্যান্টাসী কিংডমে। ফ্যান্টাসী কিংডমের আর ওয়াটার কিংডমের সব রাইড আনলিমিটেড চড়া যাবে এমন টিকেট কাটলাম। ভিতরে গিয়া দুই হাতে দুই ব্যান্ড পইরা রাজার হালে ঘুরতে লাগলাম...সব রাইড ফিরি...মামার বাড়ী মনে হইতাছিলো পর্থম গেলাম ইস্পাইডারে... কয়েক ঘুল্লি(গুল্লি না) খাইয়া নাইমা আইলাম। এর আগের বার মেজিক কার্পেটে চইড়া এমুন ভয় খাইছিলা যে এই বার চড়ূম কিনা ভাবতাছিলাম। লগে দুই বন্ধু আগে কখনো আহে নাই তাই কইলাম ওইডায় অনেক মজা আমাগো চাইরজনের সামনে বইলো কয়েকটা পিচ্চি মাইয়া... কার্পেট নইড়া ওঠার লগে লগে এমুন চিক্কর পাড়লো যে এক্কেরে বুকে আইয়া বিঁধলো।

সেই দুই বন্ধু আমার দিকে চাইয়া কইলো কি রে খুব ভয়ের নাকি? আমি মুখ খোলোনের আগে ঝাঁকি দিয়া কার্পেট যেইনা উপ্রের দিকে উঠলো...ওগো দুই জনের দিকে চাইয়া ঐ অবস্থায় ও হাসি আইতাছিলো উপ্রে ঊইঠা একটু যখন জিরান দিলো মনে হইলো মহাশুন্যের নভচারী হয়া গেছি গা...কুনো ওজন নাইক্কা এক্কেরে ঝরঝরা... এরপর ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ ঘুরান দিয়া যখন থামলো তখন মনে হইলো ক্রস ফায়ার টায়ার কিচ্ছু লাগেনা এর কাছে...নাইমা আস্ত আছি দেইখা ভাল্লাগতেছিলো বন্ধু দুইজন তখনো ঘোরের মইধ্যে আছে। কিচ্ছু কয়না এরপর ধাতস্থ হওনের লাইগা গেলাম ঊড়ন্ত পাখীতে চড়তে... এর আগের বার আমাগো দুলনাটা আশে পাশে নড়ে নাইক্কা...কী কপাল...এই বারো সেই আগের টাই জুটলো...সবাই ঘুরার লগে লগে দুল খায় আর দুলনা ডাইনে বায়ে যায়...আমাগোডা আর অয়না... এরপর গেলাম সান্তা মারিয়ায়...এর আগের বার এইডায় চড়িনাই...বন্ধ আছিলো...এইবার মেলা আগ্রহ লয়া এক্কেরে পিছনের সিটে গিয়া বইলাম চাইরজনে...মেজিক কার্পেট চইড়া তখন এডি ডাইল ভাত মনে হইতাছিলো তয় এক্কেরে উপ্রে যহন উডে...মা রে মা...পেডের মইদ্যে কেমুন কামুন জানি লাগে... ওয়াটার স্পল্যাশ ২ টার আগে চালু অয়না তাই তখনি ওয়াটার কিংডমেযামু কিনা ভাবতাছি। ঐ সময় এক স্বল্প বসনারে ঐ দিকে যাইতে দেইখা দেইখা ফেরেন্ডরা কইলো আর দেরি করনের কাম নাইক্কা লুউউউউউউউউউউউউউ উউউউউউউউউউউউউউউ উউউউউউউউউউউউউ উউউউউউউউউউউউউ উউউউউউউউউল। ঝালাক দিখলা যা...ইক বার আজা আজা...হিমেছের গলা শুনতাছিলাম দূর থিকা। ঢুইকা হাতের ডাইনে দেহি ছুডো পুলাপাইনের পানিত মাতামাতি কর্তাছে।

ছাতা বাইয়া পানি পর্তাছে...হের মদ্যে পুলা মাইয়া মায়ের ভিজতাছে বুভুক্ষের মত...য্যান কতদিন বাদলায় ভিজেনা... আমরাও নাইমা পড়লাম...পিছলা খাইলাম...এ ওরে ধাক্কাইয়া পানিত ফালাইলাম। বাচকেট বল ও খ্যাল্লাম এরপর ঐখান থিক্কা উইঠা আরো বায়ে আগাইতেই কেমুন জানি ধাক্কার মত খাইলাম ইহা কি আমাগো দ্যাশ নাকি ইণ্ডিয়া! দুই পাশে কংক্রীট দিয়া আলাদা করা পুল। হের মইদ্যে কচি বুড়ি য্যাডা যেডি নানা নানি মিল্লা ম্যাতকার কর্তাছে...আর উপ্রে বইয়া হেগোরে উস্কাইয়া দিতাছে একজন ছাগলা দাড়ির পুলা...হেয় কিছুক্ষন পরপর কানে একটা হেডফুন চাইপা ধইরা য্যান কি কর্তাছিলো...পরে বুঝলাম হেয় ডিজে ইণ্ডিয়ার কতা কইলাম কারণ গান যা বাজাইলো সব ই হিন্দী... ডিজে ছাগলা কিছুক্ষন পরে পরে হাত দিয়া ডিস্ক চাইপা ধইরা কেমুন কেমুন শব্দ কর্তাছিলো...আর এতেই সবাই পানিত ফেনা তুইলা ফেলতাছিলো কিছুক্ষন পরে নাইমা পড়লাম পানিতে ...যা আছে কপালে... একটু সামনে আগাইয়া দেখি মাইয়ারা পুলাগো পিডে চইড়া সাঁতার কাটতাছে...হেগো ডেরেস দেইখা ঢুক গিল্লাম...বাফড়ে! পানিতে ঢেউ আইলে ম্যাতকারের মাত্রা বাইড়া গেলো...মাইয়া পুলায় একাকার হয়া গেলো...একটু ছায়া মত কোনা মত জায়গায় দ্যাখলাম কাপলেরা ব্যাস্ত আছে তাগো মত এই প্রথম লাইভ দ্যাকলাম...বাফড়ে! একটু কম পানিত শুইয়া শুইয়া কতা কতাছিলাম আমরা...এর মইদ্যে দেহি এক ১৩-১৪ বছরের মাইয়া কেমুন কইরা য্যান শইল মুচড়াইতাছে... একটু পরে বুঝলাম হেয় গানের লগে নাচতাছে... অবাক হইয়া দ্যাকলাম পুলাগো হাত ইশারায় ডাকতাছে কিন্তুক কুনো বাফের বেডায় কাছে যাইবার সাহস পাইলো না পানিত থিক্কা উইঠা রাইড গুলার দিকে গেলাম...সেই খানে টিউব লইয়া টানাটানি...অনেক্কক্সন দাঁড়াইয়া থাইকা একটা পায়া উপ্রের দিকে দৌড় দিলাম...সুড়ুত কইরা দুনিয়া ঘুইতা পানিত পড়তেই ২ ডা পুলায় লাফায়া পড়লো আমার উপ্রে...পানিত থিক্কা মাথা তুইলা জিগাইলে কইলো টিউব নিবো... হাহ! গা হাত পায়ের গিট্টু আলগা কইরা ওয়াটার কিংডম ত্যাগ কর্লাম... কাপড় পাল্টাইয়া কয়েকটা রাইড আবার চড়লাম... এর মইদ্যে ১৭০ টেকা দিয়া হাফ চিকেন বিরানি খাইছিলাম মেজিক কার্পেটে উঠার সাহস আর হইলোনা... রাইতের বেলায় ফিরতি বাস ধর্লাম... ফ্যান্টাসীতে মেলা ফ্যান্টাসি কর্লাম। কয়েকটা দিলাম...সব দেয়া যাবেনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।