আমাদের কথা খুঁজে নিন

   

আঙুলে অমরতা নিয়ে আর কুড়াই না বকুল

ডুবোজ্বর

১১০৪০৯-১ বহুদিন পাতা ভেঙে ভুলে যাই অরণ্যের চুল আঙুলে অমরতা নিয়ে আর কুড়াই না বকুল রিকশাটির পাশে পাশে উড়ে হাঁসগুলি তার চিরতার ভোরে পান করে বাতাসের নির্যাস দূর বনে ভরে যায় ঝোপ কানাকুয়ার ডাকে নিবিড় ক্ষতের প্রপাতে অধরলগ্ন মৃত্যুর ধস চিনে নিও চিনে নিও প্রিয় আমাদের কাল ছাই ছাই আগুনের ভাঁজে যাপিত নিধনসুর তিনফোঁটা জোছনার ক্লেদ মেখে নিও ত্বকে ____________________________________ ১১০৪০৯-২ গোর খোদকের চোখে ক্লান্তি তারপরও কোথায় পায় পলাতক নক্ষত্রদল হাতের ভিতর রোদের বাহন সারারাত কী খুঁড়ে সে জানে নি একদিনও মাটি তাকে বলতে চায় ইতিহাস সে অন্ধকানে শুনে ফেলে ঘুমপাড়ানিগান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।