আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাবর্তন



প্রত্যাবর্তন ম্রো মেয়েটির দোপাট্টায় নেমেছে কিছু মেঘ অথচ জুমের জন্য পাহাড়কে প্রস্তুত করতে করতে বালিকা মাটিতে তন্ময়- আমি এক আগুন্তুক। পোষা মোরগের ঝুঁটিতে অতিরিক্ত লাল হয়ে রোদে জ্বলে থাকি উজ্জ্বল -ঝলমল- ঘুরে বেড়াই পাহাড়ে পাহাড়ে- তবু তার দৃষ্টির তীর বিঁধে না আমায়- ভর দুপুরে উড়ে উড়ে তার চোখে ঢুকে যাই লাল ধুলো- বেমাক্কা বাতাস হয়ে লাফিয়ে পড়ি গায় তবু কেন জুমিয়া বালিকা তুমি রাগ করে তেড়ে আস না? হাহ! নীল পাহাড়- সোনালি হ্রদ! ভব্যতার সমস্ত রেশম আজ পুড়িয়ে দিলাম ছাই করে ছড়িয়ে দিলাম এই বুনো ঝরনায়- প্রাকৃতিক মেয়ে আমাকে গ্রহণ করো- প্রকৃতি মায়ের কাছে ফিরব সন্তান-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।