আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির হলদে পাতা ১....

একটা সুন্দর গোধুলী ,আর অল্প একটু সময় বাকি আজ একটা অনেক ক্লান্তিকর দিন গেলো!! কাল রাতে এক ফোঁটা ঘুম হয় নাই!! ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত শুধু চোখ লাগতে না লাগতেই অ্যালার্মের তারস্বর চিৎকারে উঠে পড়তে হলো। তারপর নাস্তা না করে সেই ম্যারাথন ক্লাস, বন্ধুদের সাথে আড্ডা মেরে হলে ফিরলাম দুপুরে!! ভাবলাম একটু রেস্ট নিবো.।কিসের কী?? সুন্দর মত সুবোধ বালক হয়ে ডিপার্টমেন্টের ফুটবল ম্যাচ খেলতে গেলাম! খেলা শেষে দেড় ঘন্টা জার্নি করে ঢাকা ফিরলাম! ক্ষিধায় চোখে আন্ধার দেখতেছিলাম.....আসাদগেটে বাস থেকে নেমেই ২ পিস কেক পেটে জামিন দিলাম!! তারপর শুরু হলো সেই অনন্ত পথচলা! আসাদগেট থেকে ধানমন্ডি ২৭, ধানমন্ডি ২৭ থেকে পান্থপথ সিগনাল, পান্থপথ থেকে ফার্মগেট.......এই পুরা রাস্তাটা হাঁটলাম!! তাও কাঁধে ২ কেজি ওজনের একটা ব্যাগ নিয়া!! লাইফ ইজ জিঙালালা.... এখন মনে হইতেছে, দাঁড়ায়াই ঘুমাতে পারমু!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।