আমাদের কথা খুঁজে নিন

   

হলদে রোদে রিকশার সমুদ্রছবি

আপাততঃ খই ভাজি...

নিউ মার্কেট হলমার্কসে গিয়েছিলাম এক বন্ধুর জন্য জন্মদিনের কার্ড কিনতে। ফিরছি যখন ভর দুপুর। রিকশায় বসে আছি। কড়া রোদে ঘাড় বেয়ে চিকন ঘামের ধারা নেমে যাচ্ছে। ঢাকায় বসন্তের দুপুর।

বেলা আড়াইটাতেও নীলক্ষেতের সামনের রাস্তায় জ্যাম। ধোঁয়া, ভেঁপু, টুং টাং, খিস্তি সব চলছে সমানে। পাশের বুড়ো রিকশার চালক ঘাম মুছতে মুছতে কি যেন বলছে যাত্রীকে, দুটো স্কুলপড়ুয়া মেয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছে, পাশেই কোথাও উঁচু গলায় তর্ক করছে দুজন... হাসি, চিৎকার, রিকশার বেল, টুং, ক্রিং, সেলফোনের রিং... শব্দগুলো হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে... উপরে ঘন নীল আকাশে টুকরো মেঘের ভেলা ভাসিয়ে নিয়ে যাচ্ছে হাওয়ায়। নীচে, রাস্তায় যতদূর চোখ যায় সামনে কেবল রিকশা। তুলে ফেললাম কিছু ছবি।

হলদে রোদে রিকশার সমুদ্রছবি। (ছবিঃ নীলক্ষেত, মার্চ ২০০৭)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।