আমাদের কথা খুঁজে নিন

   

জার্নি অন ট্রেন- কমলাপুর 2 জয়দেবপুর

LOVE / DEVOTION / FEELINGS / EMOTION

ইদানিং অনেকেই সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনী ছাপাইতাছেন--- আমারো কিঞ্চিৎ লোভ হৈলো। তাই এই ফটু পোষ্ট - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ফেব্রুয়ারি মাসের কোন এক ছুটির দিন আমরা বাপ-পুৎ সিদ্ধান্ত নিলাম, দিন্টা কাজে লাগাই- ট্রেনে ঘুইরা আসি (পোলা আমার প্রত্যেকদিন ট্রেন দেখে কিন্তু চড়বার সুযোগ পায়নাই ) ১. সকাল ৯.০০টায় কমলাপুর পৌছলাম- এত্ত ট্রেন দিখা পোলায় অবাক । যেইটা দেখে সেইটাতেই চড়তে চায় .... ২. জন-মানবহীন এক্টা ট্রেন পাইলাম নারায়নগঞ্জের, ৯.২০-এ ছাড়বো। টিকেট ৬/- টাকা মাত্র: -#। ১০.৩০টার সময় ট্রেনের এক লোক বল্ল ১২.০০টার আগে ছাড়ার সম্ভাবনা নাই ... ... ৩. তাড়াতাড়ি নারায়নগঞ্জের চিন্তা ছাইরা জয়দেবপুরের রাস্তা মাপলাম।

১০/- টাকার টিকেট কেটে গিয়া উঠলাম "বলাকা এক্সপ্রেস"-এ। খুব আয়েস কৈরা বাপ-পুৎ গা এলায়া দিলাম সিটে। এইটারো দেখি এক কাহিনী, ---- ট্রেন আর ছাড়ে না (পোলার দুঃখে আমি ও ব্যাপক দুঃখিত হৈতে শুরু কর্লাম )... সময় যেন কাটেনা... ৪. কোন এক সময় হাল্কা ঝাকি দিয়া চলা শুরু কর্লো বলাকা এক্সপ্রেস (ঐ মূহূর্তে চিত্তে বেশ আনন্দ বোধ হৈতেছিলো )... খালি ট্রেন... (কিন্তু কপাল সৈবো কেনো- আপচুস )... তেজগাঁও আসার পর বুজলাম্না ঠিক কি কারনে সবাই গফরগাঁও মুখি ছুটলো (ঢাকা আর ভাল্লাগে না বুঝি )... ৫. তেজগাঁ থিকা টিকেট চেকারের ম্যানিপুলেশন দেখ্তে লাগলাম (দাড়ায়া দাড়ায়া) ... ৬. প্রথম্বারের মতো রেডিসনের ব্যাকসাইড দেখলাম (সামনে থিকা দেইখা অভ্যস্ত কিনা )... ৭. বনানী, ক্যান্টনমেন্ট, টঙ্গী... ইত্যাদি ষ্টেশন পার হৈয়া অতঃপর প‌ৌছলাম গন্তব্যে... ৮. ট্রেন থিকা নামলাম ব্যাপক খিদা নিয়া। প‌্যাটের খিদায় পুতেরে জিগাইলাম - "কি খাইতে মন্চায় বাপজান ?" - সুযোগের ১০০% সুবিধা আদায় কর্তে বাপজান আমার ভুল করে নাই ... ৯. দুই নলা খাইয়া কয় আর খাইবোনা , চিন্তা কর্লাম বাসায় গিয়া কোর্ট মার্শাল হওনের থিকা হোটেলে জবাই হওয়া অনেক ভাল ... (আসলে জবাবদিহিতার সিষ্টামটা ভাল ) এর পর টেক্কা ছাড়লাম... (এড়ানোর উপায় নাই ) ... .... খাওন-দাওন শেষে কিছুক্ষন ঘুরঘুর কৈরা পুৎ-রে কৈলাম "লন যাই আব্বা- প‌্যাভিলিয়নে ফেরত যাই"। _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ -- _ তারপর- বলাকা সিটিং সার্ভিস বাসে (সায়েদাবাদ ~ গাজিপুর) চড়ে সোজা রাস্তা মাপা ধর্লাম .... (বাসে ওঠার সাথে সাথে বাপ আমার দিল এক্খান রাজকীয় ঘুম/ এক ঘুমে বাসায় )।

পাদটিকাঃ কমলাপুরে চেকারের কাছ থেকে টিকেট কাটা সত্ত্বেও তেজগাঁ স্টপেজে আইসা আমাকে বরাদ্দকৃত সিট টা ছেড়ে দিতে হৈলো--- কাউন্টার আর চেকার টিকেট- দুইটা নাকি দুই জিনিস , তাই আমাকে বাকি রাস্তাটুকু দাড়িয়েই যেতে হয়েছে। অতএব, শিরোনামে গ্রামাটিক্যাল কুন ভুল হয় নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।