আমাদের কথা খুঁজে নিন

   

আমি শাহাবাগ থেকে বলছি। আমি কোন দলের নই? আমিই বাংলাদেশ!!!

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি আমি শাহাবাগ থেকে বলছি। আমি কোন দলের নই? আমিই বাংলাদেশ!!! আমাদের বর্তমান আলচিত এবং আমাদের প্রত্যাশিত দাবি পূরণ করতে হবে। বাংলাদেশ কে ঢেলে সাজাতে হবে। আরও যে সব সমস্যার কথা এতদিন আমরা সমস্যা হিসেবে বিশ্বাস করলেও রাজনীতির রোসানলে পড়ার ভয়ে আমরা কেউ মুখ খুলিনি। এখন সময় এসেছে এই তারুন্যের জোয়ারে সে সব সমস্যা তুলে ধরার।

আরো যে যে দলের ছায়ায় রাজাকার লুকিয়ে আছে তাদের বের করে ফাঁসি দিতে হবে। দেশ কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমাদের মহান নেতারা যেমন দেশের কথা বলেছিলেন যে দেশের স্বপ্নে জীবন দিয়েছিল আমার সহ যোদ্দ্বারা, তোমাদের পুর্ব পুরুষ সে দেশটা উদ্দ্বার করতে হবে সব শকুনের থাবার তলা থেকে। (Copy of a voice over: ইহা শাহাবাগে আসা একজন প্রবীণ মুক্তি যোদ্দ্বার কথা। যিনি আমার কাছে শাহাবাগ যাচ্ছি বলে রিক্সা ভাড়া নিতে চাননি।

উনি আমাকে আরো অনেক প্রশ্ন করেছিলেন , আমি জবাব দিতে পারিনি) আচ্ছা এই লোকটা বাম ছিল নাকি ডান ছিল? বাম ডান বুঝি না দেশের মুক্তি চাই। কি বলেন ভাই সব? আরো কিছু কথাঃ হাজার কোটার মাঝে আবার রাজার কোটা মানে রাজনৈতিক কোটা। কোটা'র নামে সাধারন ছাত্র বানিয়ে অসাধারণ ভাবে পেশে যাচ্ছে অনেক ছাত্র। দলীয় ক্রন্দলের কারনে মানুষ/শিশু হত্যা। ছাত্র রাজনীতির নামে অস্থির শিক্ষাঙ্গন।

হল পলেটিক্স এর নামে মেধাবি হত্যা। ট্রেন্ডার বাজি। ব্যাবসায়ি খুন। এরম অনেক সমস্যাই আছে যা আমাদের তরুনরের প্রতিবাদি মাথায় আনা দরকার। আমরা অবশ্য ভয় পাই না।

@ যেটা এখন ধরেছি সেটা শেষ করি এবং অন্য দাবি গুলোকে সম্মানের সাথে এক্তিয়ারে নেয়ার চেষ্টা করি। পুরো দেশ আশা করি থাকবে আমাদের সাথে। আমার প্রান প্রিয় ভাইরা কি বলেন? (এসব কিন্তু হাজার সাধারন মানুষের কথা। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।