আমাদের কথা খুঁজে নিন

   

রাতভর বর্ষণে খাক হবো একলাশরীর

ডুবোজ্বর

২৫০২০৬-১ খুব ইচ্ছে করে নিশ্চিত ভোরের আকাল ইচ্ছেটা দানা বাঁধুক ফুরাক গতকাল সিলিংফ্যানটা ঘুরছে শুধু চারদেয়ালের মাঝে ইচ্ছেটা তার পাখায় উড়ছে অনাকাজে অনাকাজ ঘোর পড়ে থাকে ফাঁকা মেঝে মেঝেতে রঙপ্রাণ চোখ উড়ে রঙকানা রাতে রাতভর বর্ষণে খাক হবো একলাশরীর ইচ্ছেটা দুলে উঠে স্বমেহনে হয় অবলীঢ় -------------------------------------------------------------------- ২৫০২০৬-২ আঙুলে বেঁধা পতঙ্গপাল ভাস্কর্যের দিকে তাকায় অডিকোলনের গন্ধে ভেসে যায় ঘরের বাতাস ভাঙা জানলায় বসে দুখানি চড়ুইপাখি কিছু মদ জমে আছে পানির বোতলে জলের তৃষ্ণা আজ আকাশের চিল এইখানে রোদের আঙুল মোমের মতো গলে পতঙ্গ শুকনোপাতা আমি নিরুত্তর দক্ষিণ -------------------------------------------------------- ২৫০২০৬-৩ সে ক্রমশ মহাকাশ ভাঙে তার ভাঙন দৃষ্টিসীমাকে পরিব্যাপ্ত করে তার ঘাতক নিষ্পাপ পাগল নিঃশেষ করে রাতের স্তনবৃন্ত আর এটাই ঈশ্বরের পক্ষে সহনীয় --------------------------------------------------------- ২৫০২০৬-৪ একদিন গা থেকে খুলে পড়ে নদী বাঁশপাতা চুলে ঝরে পড়ে জারুলের পাতা যার স্পর্শে নিদারুণ অসহায় তার শঙ্খিনী চোখের রাত মুহূর্তেই দিন হয়ে যায় সে হেঁটে গেলে একটা পাতাও ঝরে না --------------------------------------------------------- ২৫০২০৬-৫ বাহ্যিক মাধুর্যের প্রয়োজনীয়তা ছিলো আমি মাধুর্য খুঁজেছি মুখে হাত পা কাঁধ সমস্তই একদা দরকারি আর আমি খুঁজেছি নিদারুণ যখন ক্লান্ত শুয়ে পড়লাম পথের পাশে বাতাস এসে হাত বুলালো ঝিরিঝির ঘুম এলো এলোমলো চোখে বাতাস ফিরে গিয়ে এলো না আবার ----------------------------------------------------------- ২৫০২০৬-৬ আকাশের রেখায় আশে নদীর পরতে দুলে রাতের করাতে গলা পাতে ভোরের কান্নায় শিশিরের পিতা রাতুলরোদের বুনটে ঝিকিমিক আমি জেনেছি হয়তো তুমিও জেনেছো সে আসে আমরা তাকিয়ে থাকি ------------------------------------------------------------ ২৫০২০৬-৭ তারা কথা বলে খড়ের গাদায় বাতাসের কম্পনে বিবর্ণ সৈনিকের মতো ভিনদেশি জিব তাদের ফিসফিস করে কাঁদে যুদ্ধতাবুর ঘেরে তাদের ছায়ারা নরকের আগুনের বিপরীতে খেলা খেলনা ভেবে গুড়িয়ে দেয় পরস্পরের মারনাস্ত্র খুব দ্রুত ঘুমিয়ে পড়ে পাতার আড়ালে আর তাদের মাথাগুলি খুলিতে পরিণত হয় --------------------------------------------------------------- ২৫০২০৬-৮ এখনো কাটা হয় নি তাকে স্বরূপে বসে বা শুয়ে অথবা দাঁড়িয়ে পাথর ভাবে জন্মান্তরের কথা ছেনি হাতুড়ি সমস্ত জমা হয় আর পাথর গোপনে পালিয়ে যায় ঠাঁই নেয় চিলের চোখে আর পড়ে থাকে পাথরের কঙ্কাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.