আমাদের কথা খুঁজে নিন

   

রাতভর কুকুরের পাহারায় নবজাতক

আমি বেশ চুপচাপ!! দেশব্যাপী যখন ঢাক ঢোল পিটিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হচ্ছে তখন অনিরাপদে ফেলে রাখা একটি নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে ঝিনাইদহের শৈলকুপায়। ২টি কুকুরে মহত্বের গুনে বেঁচে গেল শিশুটি। শুক্রবার রাতে কে বা কারা শৈলকুপা উপজেলার হাবিবপুর চাতালের পাশে একটি নবজাতক শিশু ফেলে রেখে যায়। রাতভর ২টি কুকুর নবজাতক শিশুটি পাহারা দেয়। এরপর মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সকাল থেকে কুকুর ২টি ডাকাডাকি করতে থাকে।

সকালে স্থানীয় চাতাল শ্রমিক সখিরন নেছা বাচ্চাটিকে উদ্ধার করে। নিরাপদ মাতৃত্ব দিবসে শিশুটিকে ফেলে রাখার ঘটনায় মানুষের মনে মমতার দাগ কাটে। চাতাল শ্রমিক সুখিরন নেছা জানায়, ঘরের পাশে শিশুর কান্না ও কুকুরের ডাক শুনে সে ঘর থেকে বেরিয়ে আসে। তিনি জনৈক রফিকের রাইচ মিলের বারান্দায় ছোট এক টুকরো কাপড়ের উপরে একটি শিশু ও তার পাশে দুইটি কুকুর পাহারারত অবস্থায় দেখতে পায়। সে বাচ্চাটিকে উদ্ধার করে তার ছেলের বউ শেফালী খাতুনকে সাথে করে অন্যান্য চাতাল শ্রমিকদের অবহিত করে।

সকালে খবরটি চাউর হলে বাচ্চাটির দত্তক নেওয়ার জন্য আশপাশের বহু লোক ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সুখিরনসহ আশেপাশের চাতালের শ্রমিকেরা বাচ্চটিকে পুলিশের হেফাজতে দিকে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে পুলিশ বাচ্চাটিকে নিজেদের হেফাজতে নিয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি প্রাথমিক অভিভাবক (দত্তক) হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। সুত্র - Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.