আমাদের কথা খুঁজে নিন

   

দেবদূতের বিবাহ নামা ----- ২

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।
এই .. এই .. উঠ.. উঠ .. উফ্‌ ! শান্তিতে একটু ঘুমাতেও দিবে না ? কি ব্যাপার ! এত সকালে উঠে কি করবো ? বউ বললো, আজকে না আমাদের "বুকিত তিঙ্গি" যাওয়ার কথা ? আমি বললাম, যাবো ঠিক আছে ... কিন্তু এত সকালে উঠতে হবে কেন ? আর তুমি আগে উঠ, মুখ হাত ধুয়ে সাজতে বস। তোমার সাজতে সাজতে আমার গোসল, নাস্তা ও রেডি হওয়া সব হয়ে যাবে।

বউ বললো, আমি একদম রেডি এখন শুধু মাত্র মুখ আর চোখের মেকাপ নিবো। আচ্ছা ঠিক আছে, উঠছি আর পাঁচ মিনিট....... বলে আমি একটা গড়ান দিয়ে অন্যদিকে মুখ করে আরও একচোট ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে থাকি। জীবনে যা করেনি বউ হঠাৎ তাই করে বসলো...... আমার উপর ঝাঁপিয়ে পড়ে শরীরের সবখানে চিঁমটি শুরু করলো ..... সেই কি বিকট চিঁমটি একেকটা !!! বৃদ্ধাআঙ্গুল আর শাহাদাত আঙ্গুলে নোখ এক করে শরীরের চামড়া আলতো করে ধরে ক্লক ওয়াইজ একটু ঘুরিয়ে দিলেই হলো ..... যত কম চামড়া তত বেশি ব্যাথা ..... আর এ্যান্টিক্লক ওয়াইজ ঘুরালে ব্যাথা মাত্রা বৃদ্ধি পায় ...... চরম বিরক্তি নিয়ে রাগে গজ গজ করতে করতে আমি ওয়াসরুমে ঢুকলাম। আর বউ বসে গেল বিউটিবক্স নিয়ে .... দাঁত মেজে, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বের হয়ে দেখি তখনও গালে কি যেন লাগাচ্ছে। আমি গামছা নিয়ে আবার ওয়াসরুমে ঢুকে গেলাম গোসল করার জন্য ।

অনেক সময় নিয়ে খুব আয়েস করে গোসল করে বের হয়ে দেখি গালের সাজ শেষ এখন চোখ নিয়ে বসেছে আমি বললাম, নাস্তা করবে না ? সে বললো, তোমার ক্ষুধা লাগলে খেয়ে নাও আমি একটু পরে আসছি। কি আর করা !! আমি দুইটা ডিম পোস্‌ করে টেবিলে রেখে কিছুক্ষণ বসে রইলাম । শেষ বিরক্ত হয়ে আবার বেড়রুমে গিয়ে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে ? খুব আহ্লাল করে বউ উত্তর দিলো, এক চোখের মেকাপ শেষ আর এক চোখ বাকি । ততক্ষণে আমি বিরক্তির চরমে !! আমি এবার চেপে ধরলাম, জিজ্ঞেস করলাম, কি এত লাগাচ্ছো ? এতক্ষণ লাগে সাজতে ? আচ্ছা বলতো কি কি লাগাচ্ছ ? আমার প্রশ্ন শুনে মনে হলো সে খুব খুশি হয়েছে .... খুব আয়েস করে তার সাজসজ্জার হাতিয়ার গুলোর বর্নণা দিতে লাগলো। এইটা হলো "মাসকারা" , চোখের এইখানে লাগায় ...... এইটা "আই লাইনার" .... এইটা "আই স্যাডো" এইটা উমুক .... এইটা তুমুক ..... একটা বক্সের মধ্যে বিভিন্ন রঙের গুড়াগুড়া কি যেন ছিলো, আমি ঐটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, "এইটা কি" ? ও এইটা ? এইটা উমুক .... চোখের পাতির উপর লাগায় ।

আমি বললাম , শুধু চোখের পাতির উপরেই এতগুলো রঙ ??? আমার হতভম্ভ মুখের দিকে তাকিয়ে সে হেসে দিয়ে বললো, "মাল্টি কালারের জামার সাথে ম্যাচ করে চোখের পাতির উপর মাল্টি কালার স্যাড দিতে হবে, না !!!! " আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, "সৃষ্টিকর্তার কি অসীম দয়া , উনি তোমাদের গালের মাঝখানে 'পোখ' নামের অন্য কোন অঙ্গ দেন নাই ..... দিলে না জানি কি হতো , তবে এইটা নিশ্চিৎ আমাদের আজকে আর "বুকিত তিঙ্গি" যাওয়া হতো না " --------------------------------------------------------------------------- দেবদূতের বিবাহ নামা ----- ১
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।