আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় দুই ব্লগারের জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই এবং শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

আজ ২৭ মার্চ। সামহোয়ারইনব্লগে আমার প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন একই দিনে। একজন রাগিব ভাই। অন্যজন শওকত হোসেন মাসুম ভাই। ভুট্টা ক্ষেতের মাঝে রাগিব ভাই বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।

উইকিপিডিয়া বাংলা এবং ইংরেজির এডমিন হিসেবে কাজ করছেন। সেইসঙ্গে বাংলা উইকির একমাত্র ব্যুরোক্র্যাট হিসেবে দায়িত্ব পালন করছেন। রাগিব ভাই উনার প্রোফাইলে লিখে রেখেছেন- "বাংলাদেশের কাছে আমার অজস্র ঋণ, সারা জীবনের প্রচেষ্টাতেও তা শেষ হবে না কোনোদিনও। " এই রাগিব ভাইয়ের কাছে তাই অনেক অনেক কিছুই প্রত্যাশা করি। একইসাথে নিজেও অজস্র ঋণের কথা মনে করি।

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই। কেবল লেখালেখি শওকত হোসেন মাসুম ভাই যেমনটা উনার প্রোফাইলে লিখে রেখেছেন, লেখালেখি ছাড়া জীবনে আর কিছু শিখি নাই। এই লেখালেখির মাধ্যমেই মাসুম ভাইয়ের সাথে পরিচয়। অসম্ভব রকমের ভালোলাগার মতো মানুষ।

উনার লেখার একনিষ্ট পাঠক আমি। অর্থনীতি বিষয়ক লেখাগুলো ভালো লাগে খুব। একটা বিষয়ে আমাকে বলতেই হবে। ব্লগে ব্যাচেলরের সংখ্যা অনেক। বিয়ে উৎসাহী ব্যাচেলর ব্লগারদের ভরসার জায়গা মাসুম ভাই।

বিয়ে সংক্রান্ত তদন্ত কমিটিতে উনার জোরদার অবস্থার তাই প্রমাণ করে। যুগ যুগ জিও মাসুম ভাই। জন্মদিনে মাসুম ভাইকে অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই। একটি সংযুক্তি : কৌশিক বলেছেন: তাদের দুজনের মেলা মিল আছে।

দুইজনই বউরে ডরায়। জন্মও হইছে একদিনে। তাই নাকি? জাতি আরো মিল সমন্ধে জানতে চায় জন্মদিনের এই শুভ লগ্নে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.