আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ আন্দোলন; বাংলানিউজের প্রতিবেদনে সামহোয়্যারইন ব্লগের পাল্টা অভিযো

সম্প্রতি কাদের মোল্লার ফাঁসির দাবিতে উত্তাল শাহবাগ সহ সারাদেশ। ব্লগ ও সামাজিক যোগাযোগের মাধ্যম দিয়ে গড়ে ওঠা এই আন্দোলন সারাদেশে উত্তাপ ছড়িয়েছে। ঠিক এই সময় জামাত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বাংলা ভাষার জনপ্রিয় ব্লগ সামহোয়্যারইন ব্লগের বিরুদ্ধে। এই ব্লগের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল ‘বাংলানিউজ২৪ডটকম’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ‘সামহোয়্যার ইন ব্লগে প্রোপাগান্ডা চালাচ্ছে জামায়াত-শিবিরচক্র’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই ব্লগে কর্তৃপক্ষের সহায়তায় জামাত শিবির প্রোপাগান্ডা চালাচ্ছে।

এ ব্যাপারে সামহোয়্যারইন ব্লগের মডারেটর শরৎ চৌধুরী'র সাথে কথা বললে তিনি বলেন বাংলানিউজের এ অভিযোগ ভিত্তিহীন, বিশেষ কোন মহলের স্বার্থ হাসিলের জন্যই তারা এ ধরনের সংবাদ পরিবেশন করে ব্লগার ও অনলাই এক্টিভিটিসদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। তিনি বলেন এই ঐতিহাসিক মুহুর্তে ঐক্যবদ্ধ আন্দোলনকারীদের মধ্যে বিভাজন সৃষ্টির জন্যই তারা এ ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তিনি আরো বলেন বাংলানিউজ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। কারন সামহোয়্যারইন ব্লগ বাংলাভাষার প্রথম ব্লগ এবং শুরু থেকেই এই ব্লগ বাংলাদেশের স্বাধীনতার চেতনায় কাজ করে যাচ্ছে। বাংলানিউজের প্রতিবেদনে বলা হয় এই ব্লগে বিভিন্ন মতের মানুষের লেখার কথা থাকলেও জামাত-শিবিরের তোষামোদি করছে এই ব্লগটি এবং ব্লগটির অর্থ'র উৎস সম্পর্কেও প্রশ্ন তুলেছে তারা।

এ ব্যাপারে শরৎ বলেন, সামহোয়্যারইন ব্লগ একটি পোস্ট মডারেট ব্লগ, এটা প্রি-মডারেট ব্লগ নয়, তাই কোন পোস্ট লেখার পরে সেটা মডারেট করা হয় এ ক্ষেত্রে কোন সাম্প্রদায়িক পোস্ট কিংবা বিতর্কিত পোস্ট লেখা হলে পোস্ট দাতার পোস্টটি মুছে ফেলা হয় এবং ওই লেখক কে ব্যান করা হয়। বিতর্কিত লেখকদের স্থান নেই এখানে। তিনি বলেন শাহবাগে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ফাঁসির দাবীতে গড়ে ওঠা আন্দোলনে ব্লগারদের ভুমিকাই মুখ্য, বিশেষ করে সামহোয়্যারইন এর ব্লগারদের অগ্রনী ভুমিকা রয়েছে। যারা সামহোয়্যারইন এর বিরুদ্ধে লিখছে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। কারন যারা এই ব্লগে লেখে কিংবা এই ব্লগ ভিজিট করলেই বুঝতে পারবে আসলে সামহোয়্যারইন কারো দালালি কিংবা তোষামদী করে না।

এখনো সামহোয়্যারইন ব্লগের যে স্টিকি পোস্ট রয়েছে তা গণজমায়াতের পিছনে গুরুত্ত্বপুর্ণ ভুমিকা রেখেছে। তিনি উল্টো অভিযোগ করেন আমাদের বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সামহোয়্যারইন ব্লগের মত বিরাট এক প্ল্যাটফরমের বিরুদ্ধে জামাত-শিবির চক্রের বড় ধরনের একটি প্রোপাগান্ডা। ব্লগাররা সবসময়ই এই ধরনের প্রোপাগান্ডার মোকাবিলা করে এসেছে। এ সময় তিনি বাংলানিউজ কে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন তারা কি জামায়াতের হয়ে কাজ করছেন? প্রতিবেদনে প্রকাশিত অমি রহমান পিয়ালের বক্তব্যের বিপরীতে বলেন, 'অমি রহমান পিয়াল কখন মুক্তিযুদ্ধের চেতনার রুপ নিয়ে প্রবেশ করে জামায়াত শিবিরের রুপে প্রকাশিত হন তা পুর্বে অনুমান করা সম্ভব নয়। ' শরৎ চৌধুরী বলেন, শিবিরের অর্থায়নে প্রচলিত ব্লগের বিরুদ্ধে কেন তিনি নিরব থাকেন? শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার আমিনুর জানান, ব্লগ একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, এখানে যে কেউ এসে লিখতে পারে, তবে কর্তৃপক্ষ সেই লেখাটি রাখলো কি না সেটাই মুখ্য ব্যাপার।

ফেসবুক একটি উন্মুক্ত মিডিয়া এখানে অনেকেই জামায়াত-শিবিরপন্থী লিখতে পারে তার মানে এই নয় যে ফেসবুক জামায়াত-শিবিরপন্থী। শাহবাগ আন্দোলনের আরেকজন অন্যতম উদ্যোক্তা ব্লগার 'একজন আরমান' বলেন, বাংলানিউজের অভিযোগ সম্পুর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, সামহোয়্যারইন ব্লগ সব ধরনের ব্লগারদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আমি নিজেও বাংলানিউজে লিখি। বাংলানিউজের এ ধরনের অভিযোগ খুবই দু;খের ব্যাপার।

Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.