আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় জন্মভুমি

পড়,জান,জানাও

আকাশছোয়া তাল গাছের উপর দিয়ে যখন লাল সূর্য উঠে, গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে কিষানী হেটে চলে নগ্ন পায়ে, গায়ের বধু যখন মাটির উনুনে আগুন ধরায়, তখন বাংলার রুপ দেখি লাল সূর্যে,কিষানীর চোখে আর উনুনের আগুনে। কাক ডাকা ভোরে শহরের রাস্তায় উচ্চবিত্তদের জগিং এর লাইনে, অথবা সারারাত বিনিদ্র জেগে থাকা ঐ পতিতার চোখে, রিকশাওয়ালার অযথা বেলের শব্দে,রেলষ্টেষনে ঘুমিয়ে থাকা কনো সর্বহারার মাঝে, খুজে পাই বাংলার সেই চেনা রুপ। পপকর্ন ফেরী করা ঐ কিশোরের মুখে, ধুলো উড়িয়ে চলে যাওয়া ঐ লোকাল বাসের সিটে, উচুঁ কনো ফ্ল্যাটের বারান্দায় দাড়িয়ে ঐ কিশোরীর চোখে, দেখেছি বাংলাকে আপন করে। আমার শিরা উপশিরার বাহিত রক্তে, জমে থাকা অনেক ক্ষোভের মাঝে, পিয়ানোর সুরে বেজে ওঠা সেই গানে এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি। আমি খুঁজে পাই তোমাকে আমার প্রিয় জন্মভুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.