আমাদের কথা খুঁজে নিন

   

মাহমুদ দারভীশের দুটো কবিতা

কবিতা

রূপকের চাতুর্য আমি এক রূপককে বললাম: আমি বিজয়ী আমি এক রূপককে বললাম: আমি পরাজয়ী আর দূরের এক পূরনো উপত্যকা আমার সামনে বিস্তারিত হয়ে গেলো আমি দীর্ঘ হলাম সিনদিয়ান নগরীর অবশিষ্টাংশের ভেতরে যেখানে দুটো জলপাই আমার তিন দিক থেকে জড়ো হলো দুটি পাখি আমাকে বহন করে নিয়ে গেলো আকাশ থেকে পাতাল থেকে শূন্য দিগন্তে। যেনো আমি না বলি: আমি বিজয়ী যেনো আমি না বলি: আমি এখনো পরাজয়ী প্রজাপতির শক্তির ছাপ প্রজাপতির শক্তির ছাপ দেখা যায় না প্রজাপতির শক্তির ছাপ কখনো দূর হয় না। সে এক রহস্যময় শক্তির আকর্ষণ অর্থ ও ভাবকে ধীরে ধীরে ধরে। আর চলে যায় যখন পথ খুলে যায় পরিস্কার। প্রতিদিনের ভেতর সে এক চিরন্তনের সূক্ষ্মতা উর্ধ্বারোহণের ভাব সুন্দরের উদ্ভাস সে আলোকের এক ঘ্রাণশক্তি ইশারা ছোঁড়ে যখন শব্দের ভেতর প্রবেশের পথ দেখায় আমাদের বাতেনী বোধ। সে এক গীতিকারের মতো প্রকাশ করতে উচ্ছল হয়ে ওঠে অন্ধকারের ভেতর থেকে আহরণ করে সে কাফি হয়ে যায় আর কিছুই বলে না...... প্রজাপতির শক্তির ছাপ দেখা যায় না প্রজাপতির শক্তির ছাপ কখনো দূর হয় না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.