আমাদের কথা খুঁজে নিন

   

বোকা মেয়ের ডায়রী.. .. ..২০শে মার্চ,২০০৯ইং



নিজেকে নিয়ে লজ্জিত হই আমি আজকাল নিজের কাছেই। লজ্জিত হই,কারন আমার বোকা মনটা এখনও কারণে-অকারনে তোমার কথা মনে করে তোমাকে ভেবে কষ্ট পায়। আজ যখন মুঠোফোনের অপর প্রান্তে তুমি ছিলে,এই বোকা মনটার তখন নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। আর যখন তুমি প্রকাশ করেছিলে দেখা করবার আগ্রহ.. ..তার মনে হচ্ছিল পৃথিবীর সব তুচ্ছ করে চলে যায় তোমার কাছে। কিন্তু না,সে যেতে পারেনি।

যায় নি। কেননা বোকা মেয়ের আত্মসম্মান বোধটা খোলা তরবারি হাতে দাঁড়িয়ে ছিল প্রহরায়,সামান্য পদস্খলনে বোকা মনটাকে ছিন্নভিন্ন করে ফেলার শপথ নিয়ে! কিভাবে দেখা করবো আমি তোমার সাথে?কোন পরিচয়ে দেখা করবো? বন্ধু?? প্রাক্তন প্রেমিকা??নাকি নেহাত অপরিচিতের পরিচয়ে?? কোনোটাই সম্ভভব নয়,কেননা তোমার জীবনে তো আমি সেই বিশেষ শব্দরূপী নারী.. .. ..বাইশে ফেব্র“য়ারীর এক বিকালে যে বিশেষ শব্দটি উপহার দিয়েছিলে আমাকে। যে একটি মাত্র শব্দ দিয়ে তুমি বুঝিয়ে দিয়েছিলে তোমার জীবনে আমার পরিচয়। সবকিছু লম্বা একটা দুঃস্বপ্নের মতো লাগে আমার প্রায়ই। মনে হয় একদিন আমি ঘুম ভেঙে দেখবো-স্বপ্ন দেখছিলাম!আসলে সব আছে আগের মতোই.. ...তুমি আছো,আমি আছি।

কিছুই বদলায়নি এতটুকু। বরাবরের মতোই তোমাকে ফোন করে বলবো-“জানো,কি অদ্ভভুত একটা স্বপ্ন দেখেছি আজকে?স্বপ্ন দেখলাম আমি তোমার থেকে হারিয়ে গেছি আমি অনেক অনেক দূরে!!” .. .. ..সত্যিই আমি হারিয়ে গেছি তোমার থেকে অনেক অনেক দূরে। নিজের থেকে হারিয়ে গেছি!! এত দূরে ঠেলে দিয়েছো তুমি আমাকে যে আমার বোকা মনটা তোমার কাছে ফিরে যাবার পথও আর খোঁজে না। এই তো ছিল তোমার চাওয়া,তাই না?আমার অপচ্ছায়া থেকে মুক্ত হয়ে নিশ্চই স্বস্তির নিঃশ্বাস ফেলে আজকাল তোমার মন। ভালো থাকো-এটাই কামনা।

যদি আমাকে ছাড়াই সুখ আসে তোমার জীবনে-তবে না হয় তাই হোক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।