আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগ আন্দোলনে সামুর পুটুমারা; আলেক্সা রেটিং ৭ থেকে ৩০ এ পতন

আমার অহংকারে, অহংকারী হয়ে , উষ্ণতার আগুন মেখে, পোড়াও আমাকেই : অচেনা দহনে...
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগ আন্দোলন শুরু হয়। সেইদিন আলেক্সা রেটিং এ সামু ৭ নম্বরে ছিলো। আন্দোলন যত এগিয়ে যেতে থাকে সামুর আলেক্সা রেটিং পড়তে থাকে। আন্দোলন চলাকালীন প্রথমে ১০ এর বাইরে চলে আসে সামু। আন্দোলন যথন শেষ হলো তখন ২০ এর দিকে। আজ সামুর রেটিং ৩০। কিভাবে পুটুমারা গেল সামুর। আমার দেশ কর্তৃক ব্লগ একটা ইসলামিবরোধী জায়গা; ব্লগার মাত্রই নাস্তিক প্রমাণ করার চেষ্টা, একাধিক মুক্তমনা ব্লগার গ্রেফতার, ইসলামপন্থী পেইড ব্লগারদের নিস্ক্রিয় হয়ে যাওয়া, তথ্য প্রযুক্তি আইন নিয়ে ভীতি এমন নানা কারণে সামুর এই পতন। পাঠক আপনাদের কী মনে হয়?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.