আমাদের কথা খুঁজে নিন

   

মুঠোফোন কোম্পানীর ঝলমলে সেবা-একটা সিমের (পুরোন নাম্বার) মৃত্যু

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না

২০০৩ সালের দিকে হায়ার মোবাইল সেট সহ গ্রামীণের ইজি প্যাকেজ কিনেছিলাম। তখন সবমিলিয়ে দাম পড়েছিলো প্রায় সাড়ে ৯ হাজার। তারপর সামনে আসতে শুরু করলো একে একে অন্য মোবাইল কোম্পানীগুলো। খুলনা থেকে ঢাকা যেয়ে ২০০০ টাকা খরচ করে টেলিটকের লটারী মোবাইল সিম (১৮০০ টাকা) ও যোগাড় করেছি। চেষ্টা চালিয়েছি বাংলালিংক, একটেলের নানা রকম অফার দিয়েও।

একবার সিটিসেল ও ব্যবহার করে দেখেছি। প্রতিদিন দৈনিক পেপারে মূল খবর ছিলো কোন মোবাইলে কোন অফার। একসময় সে উৎসাহের ভাটা পড়লো। বুঝতে শুরু করলাম একটা নাম্বারে ফিক্সড হওয়া দরকার। পরিচিত জনেরা বড়ই বিরক্ত হয়ে উঠছে।

সবকিছু চিন্তা করে প্রথম কেনা জিপি আর বাংলালিংক নাম্বারে এসে স্হির হলাম। মাঝে দুবছর দেশে ছিলাম না। জিপির সিম অব্যবহৃত ছিলো, বাংলালিংকটা চালু ছিলো এবং ওটা রিরেজিস্ট্রেশন করে নিয়েছে আমার পরিবারের একজন। জিপির কাগজ পত্র আমার নামেই করা ছিলো, কিন্তু ওটা আর রিরেজিস্ট্রেশন করা হয়নি। বাইরে থেকে ফিরে আমার মনে হলো, জিপির নাম্বার টা অনেকেই জানে, তাই এটাকে চালু করলে ভালো হয়।

অনেক খুঁজাখুঁজি করে ডকুমেন্টস বের করে গেলাম জিপির ঝলমলে কাস্টমার সেন্টারে। আরামদায়ক সোফায় বসে থেকে একসময় আমার সিরিয়াল আসলো। তবে আসনের বিরক্তদর্শীনি আমাকে জানালেন, ঐ সময়ের ভিতরে যারা রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়েছেন, তারা ঐ নাম্বার আর ফেরত পাবেন না। ২০০৩ থেকে এত যত্ন করে কাগজপত্র গুলো রেখে দিয়ে কোন লাভ হলোই না। ভবিষ্যতের প্রয়োজনে কাগজটি সংরক্ষণ করুন লেখাটির উপর চোখ পড়লো।

ইজি প্রিপেইড কোন ইজি সমাধান দিতে পারলোনা। স্মাইল ও আমাকে হাসি উপহার দিতে পারবে এমন আশাও করিনা। বি:দ্র: আজ জিপি নতুন কলরেট ঘোষনা করেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ওগুলো আর এখন খোঁজ রাখিনা। গ্রাহকদের সাথে বাটপারীর কোন সীমা পরিসীমা এ দেশে নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।