আমাদের কথা খুঁজে নিন

   

যুগের চাহিদা

আমি আমি আমি আমি আমি আমার জন্য নই শুধু,আমি তোমার জন্য তোমাদের জন্য,আত্বকেন্দ্রিক মানুষগুলো পৃথিবীর বোঝা!

কবিতা ছন্দ মাখা কিছু শব্দের ব্যাপক অর্থে, বিশাল শিল্প!! কবিতা ছন্দহিন মন্ত্রের মতো ব্যাপক অর্থবহ. সরস গল্প!! কবিতা কবির নয় একটি সৃষ্টি মাত্র! কবিতা মুষলধারে বৃষ্টির মতো বাণী দিয়ে আষাঢ় হতে চায়. না, কবিতা আসারতার বিরূদ্দে জেহাদ ও করে না, কবিতা বিপ্লবীদের ঐক্যে প্রেরনা দেয়না, কবিতা নিজেই বিপ্লব!! কবিতা রণক্ষেত্রের দুক্ষু মিয়ার হূংকার নয় কবিতা পাঠশালার শিক্ষকের আয ছেলেরা আয় মেয়েরার স্রুতির ফাঁকে পাকা চুল উঠানোর বালক বালিকাদের প্রতিযোগিতা নয়! কবিতা পরিবর্ত্তনের!! কবিতা যূগের চাহিদা মাত্র!! আর কবি? ভালোবাসার জন্যে কবি! বনলতার জন্য কবি! বন্চনার জন্য কবি একুশের জন্য কবি! বিডিআরের জন্য কবি, ধংষের জন্য কবি সৃষ্টির জন্য কবি! মোসাহেবির জন্য ও কবি, দলবাজির জন্য কবি যুদ্বঅপরাধীর মৃত্যু নিশ্চিতে ও কবি! কবি সভ্রমহারানোর সেনা পরিবারের জন্য, চৌদ্বই ডিসাম্বার একাত্তোরের সাদৃশ্য সন্দানী! কবি তাশলিমার ক খ...ইত্যাদি কবি তুমি সবিই! কবি কলামিষ্ট কবি স্যাটেলাইট টিভির টক শ্যু র প্রধান আকর্ষন! কবি বুঝেনা আদৌ ঘটেনি দুনিয়ায়, কবি রাষ্ট্র পতি ও, কবি অশ্লিলতার বিরূদ্বে কবি ধর্মান্দের কিলার কবি মৌলবাদের বিষ. জেএমবি কবির চোখের দৃষ্টি এড়াতে পারেনা! বিদেশী ভূত্যদের কবি চেনেনা,হায় কবি এখানেই অসহায়!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।