আমাদের কথা খুঁজে নিন

   

নতুন বিদুৎ বিভাগ ডি পি ডি সি এর ব্যবসা যার অপর নাম প্রতারনা ও বিড়ম্বনা



নতুন বিদুৎ বিভাগ নাম ডি পি ডি সি। শুরু করেছে এক নতুন ধাপ্পাবাজি। বিদুৎ এর লোড বাড়ানো নাম করে তারা বিদুৎ গ্রাহকদের মিটার প্রতি বিল এর পাশাপাশি আরেকটা নতুন বিল ধরিয়ে দিচ্ছে গ্রাহকদের। এবং সবাইকেই ৩৭৫ টাকার ঐ বিল পরিশোধ করার একটা সময় বেধে দিয়েছে। আমার জীবনে এরকম ব্যপার দেখেছি কিনা সন্দেহ।

য্কা সেই কথা । বাড়তি বিল যদি আমাকে দিতেই হয় তবে যেখানে আমি মানে যে ব্যাংকে আমি প্রতি মাসে বিল দিচ্ছি সেখানে কেন এই বিলটা নেওয়া হচ্ছে না। সবাইকে এই বাড়তি বিল দেওয়ার জন্য কেন অন্য ব্যংকে দৌড় পাড়তে হবে। আমাকে পুরান ঢাকার রায় সাহেব বাজারে এই বিল পরিশোধ করার জন্য অনুরোধ করা হয়। যেহেতু আমি লক্ষীবাজার থাকি।

আমি তাদের কথা মত রায় সাহেব বাজার অগ্রনী ব্যংকে গেলাম। সেখানে গিয়ে দেখি তারা বিল নেয় না। গেটে সিকিইরিটি ও অফিসের কর্ম চারীদের বললাম আপনারা তো বিলের মধ্যে লিখে দিয়েছেন ঠিকানা এখন কেন নিতে চান না। উত্তরে তারা বলল এসব এর জন্য আমরা অফিন স্থানান্তর করে বিদুৎ বিতরন বিভাগে মানে বাংলাবাজার বিদুৎ বিতরন বিভাগে যেটা ইংলিশ রোডে সেখানে এই বিল নেওয়ার ব্যবস্থা করেছি। সেখানে গিয়ে দেখি লম্বা লাইন রাস্তা পযর্ন্ত এসে গেছে।

আজ আর দেয় নাই সময় সংকটের কারণে। আমার সহ অনেকের মুল্যবান সময় নষ্ট হল এসব কারণে। আমরা এর প্রতিকার চাই। যেখানে বিদুৎই নাই ছয় সাতবার লোডশেডিং মারতে হয় সেখানে আবার লোড বৃদ্ধি ক্যমনে হয় শয়তানই কইতে পারবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.