আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার ফায়ার ফাইটিং



আসমানে কালো ধোঁয়া, ছুটাছুটি লাগেরে; ঐ দেখ!! ঐ দেখ!! পাবলিক জাগেরে! অগ্নির লীলেখেলা, উৎসব উৎসব!! পথ জুড়ে জনগণ, ফূর্তির কলরব। ভ্যাঁপো ভ্যাঁপো সাইরেণ- খাকিদের গাড়ী যায়; অলি গলি পাবলিক- বড় রাস্তায় ধায়। সর!! সর!! জায়গা দে! নিজেরাই আটকায়, সাইরেন বেজে চলে নিশ্চুপ , অসহায় অবশেষে কোনমতে- চলে স্রোত নলেতে, ফোঁস ফোঁস ক মিনিট; নেই পানি কলেতে! পাবলিক মাথা নাড়ে- হতচ্ছাড়া সরকার; সব কাজে ব্যর্থতা, একক্ষুনি গদি ছাড়! চেপে, চিপে, ঠেলেঠুলে- পানি মারে কাঁচেতে নিভানিভি কাঁচকলা বাড়ে আগ্‌ নাচেতে। দম যায় আগুনের, কার জানি দোয়াতে; নাকে মুখে একাকার খাকিগণ ধোঁয়াতে পাবলিক আহা উহু; মনে মনে- ধুস্‌; বড় সর লাইভ জ্বলা হোলোনা যে; ফুস্‌ চোরকাঁটা বলে, ওরে পাবলিক হুশিয়ার!! সময়েতে না ভাবিলে, যাবে প্রাণ আপনার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।