আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার প্রেশক্রিপ্শন



শুরু তার করেছিল, কোন এক বাহিনী; কালে বদলায় নাম, থাকে সেইম কাহিনী। ওঁত পাতা সাথী, চ্যালা; করে শুধু হামলা; মার্‌ কিছু ফাঁকা গুলি, খাল্‌লাস মামলা মাঝে মাঝে তেনারাও, খায় গুলি দুই চার তারপরে কি যে হয়, ফের শুরু মার মার। সন্ত্রাস, দূর্নীতি, দোষগুলো সাবেকী সর্ষের ভেতরেই, খুঁজে ভূত পাবে কি? খুব আজকাল লোক- মরে হার্ট এট্যাকে! মারা পরে বিডিআর; ডাকতার? কে ডাকে! মাঝে মাঝে হাজতেও সুইসাইড লটকায়; বাঙালী রোগা ভোগা, শুধু শুধু পটকায়! গুটিকয় অমানুষ, কেড়ে নিল কিছু প্রাণ! এট্যাকের বাড়াবাড়ি- দিচ্ছে কি সন্মান? চোরকাঁটা বলে, "ওরে, দেশপ্রেমী জলপাই, আইনের পথে চল- আইনী শাষণ চাই।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।