আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার রাজনৈতিক ছড়া



ব তে বাংলা- আছে এক দেশ হরি নামে লুটপাট চলিতেছে বেশ। একালের হরি গণ- তন্ত্রের নামে পাবলিক দরদী সে বিপরীত কামে। কেউ করে চাঁদাবাজি সমিতির নামে। কারো পোলা আছে দেশ বেচবার কামে। কারো সখা টিন মারে চালেরও উপর।

কেউ পুঁতে মাটি তলে পাইয়া খবর! কেউ নেয় ২০ কোটি ছেড়ে দিয়ে খুনী, কেউ ভাগে পরদেশে ফেরা পথ গুনি। কেউ গালি দিয়ে চায়, পা ছুঁয়ে দোয়া কেউ টানে বুকে তাই সব মোছা ধোয়া। মাঝখানে পিশাচেরা হয় মোটা তাজা। হাবু টাইপ ছাগু কিছু ভাবে তারা রাজা। এক এগারোয় দেখি আশার এক আলো, কথা নাই মুখে তবু জলপাই ভালো।

জলপাই ঢুকে দেখে উরে বাবা একি!! চারদিকে কামলারা হয়ে আছে খেকী । দেশ নাকি কামলার তারা নাকি রাজা। ক্ষমতায় যেই হোক , বাজা ব্যান্ড বাজা! পাবলিক শুধু দেখে কুমীরের কান্না- দয়ার সাগর তারা -বলে ওরে থামনা। শরমের মাথা খেয়ে আবারও ছুটে নেতাদের আশ পাশ পাতিরাই জুটে। এভাবেই শুরু হয় আজব এক চক্র- এদেশের হবে কি যে- পথটাই বক্র! চোরকাঁটা বলে ওরে যমদূত ভাই- আমাদের দেশে তোরে সত্বর চাই।

দুইহাত তাই পাতি আসমান পানে মুক্তি যে দিবে কবে- তা তিনিই জানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।