আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার ওয়াজ মাহ্‌ফিল



টাইটেল ও মেট্রিকে তিন বার দিয়া ফেল; চোরকাঁটা হযরত মাঠেতে দেখায় খেল থুতনিতে খানকয় দাড়ি; ফিতা পাজামায়, সুরে সুরে আহ্‌বান-হূর পরী নিবি আয়! ইহকালে প্রাণপণে চালা- ঢিল-কুলুকে, তবেই তো সিধা যাবি বেহেশতী মুলুকে ধর্‌ ধর্‌ পীর ধর্‌- বন্‌ যা মুরিদান; গোদা পায়ে চুমু মানে শরাবন্‌ তহুরান্‌! বাল-বিবি বশে রাখ, চালা লাঠি- হাতিয়ার; মরদ মানেই সেরা; হুংকারে সংসার। এক গেলে দুই আন চার চলে সুন্নত বিবি চলে পিছে পিছে, মোমিনে দেখায় পথ বয়ান ও জলুশেতে গাদা গাদা জমে লোক আগুনে ঝাপায় আর অজান্তে মরে পোক্‌ সরকারি চ্যালা, নেতা, ভীড় জমে ঢের ঢের; হয়রত চোরকাঁটা প্রাণপ্রিয় মুরিদের


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।