আমাদের কথা খুঁজে নিন

   

কর্তৃপক্ষ নির্বিকার

পৃথিবীর সবকিছুতেই একধরনের সমঝোতা বিদ্যমান। মেসি বা রোনালদোর সঙ্গে দলের অন্যদের সমঝোতা ভালো বলেই ধমাধম গোল হয়। ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানের মধ্যে সমঝোতা না হলে একজন রানআউট হয়ে সাজঘরে ফিরে যায়। তবে সবকিছুরই যেমন ব্যতিক্রম থাকে, সমঝোতার ক্ষেত্রেও ব্যতিক্রম থাকা অস্বাভাবিক নয়। যেমন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতাই নেই! দেশে যে যার মতো রাজনীতি করছে। স্বাধীনতার সুখ! কিন্তু রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান দুটি দল যদি সমঝোতা, সংলাপ ইত্যাদি শব্দের বাস্তব প্রয়োগ না ঘটায়, তখনই ফর্মে চলে আসে হানাহানি, সংঘাত, মারামারি টাইপের শব্দ। এই শব্দগুলোকে অভিধানে আবদ্ধ করে রাখার জন্য বড় দুই দলের সংলাপ অত্যন্ত জরুরি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।