আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের অবিরাম জেদ আর প্রাতিষ্ঠানিক নিয়মের বিরুদ্ধে প্রতিরোধের কাহিনী :: প্রিয় মুভি - Cool hand luke

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
পল নিউম্যানের মুভি। এর আগে পল নিউম্যানের মুভি বলতে ছিল "বুচ ক্যাসাডি & সান ড্যান্স কিড" [শোলে যে ছবির দ্বারা ইন্সপায়ারড] অথবা "দ্য ষ্টিং" [জুয়াচুরি আর প্রতারনার দারুন কাহিনী] কিংবা "দ্য হাসলার" [বাজি ধরে খেলা{পুল} আর তার পরের কাহিনী] এমনিতে বুচ দেখার পর সবুজ চোখো দারুন সুপুরুষ নিউম্যানের ভক্ত হয়ে যাই .. "কুল হ্যান্ড লুক" দেখে হই অভিনয়ের ভক্ত। What we got here is... failure to communicate ; some men you just can reach গানস এন্ড রোজেসের "সিভিল ওয়ার" গানে এই কোটটা করা হয়েছিল .. লুক কে শিক্ষা দিতে না পেরে জেলে ওয়ার্ডেন বলছিল .. এই কোট এখন ক্লাসিক ; কোথাও ইন্সটিউটালাইজেশন এর মুখোমুখি হলে এই কোটটা মোক্ষম ! লুক একটা পাগলা (তারছিড়া/ ফ্রি স্পিরিট) যুবক ; তাকে জেলে পুরে দেয়া হয় ; এই জেলে পুরানদিনের আমেরিকার যখন জেলের কয়েদীদের কাজ করতে হতো তেমন করতে হয় [এটা আসলে পুরানো দিনেই বানানো ১৯৬০ এর দিকে হবে ; মুভিও ; কাহিনীও ]; লুক খুব অদ্ভুত স্বভাব ; সে একরোখা , প্রচন্ড গোয়ার ; জেলের সবচে শক্তিশালীর সাথে ঝগড়া লাগে [এই চরিত্র অস্কার পেয়েছে] ; বক্সিং ম্যাচ হয় ; বার বার পড়ে যেয়েও লুক উঠে দাড়ায় এই অসম্ভব গোয়ার্তুমী দেখে পুরা জেলের লোক ওর ভক্তে পরিনিত হয় ; বক্সিং প্রতিদ্বন্ধী হয় ওর খাস চেলা ; এমন সময় সে জেল থেকে পালায় এবং ধরা পড়ে ; শেষে দুনিয়ার নিয়মের প্রতি প্রবল প্রতিরোধের মধ্য দিয়ে মারা যায় ; ছবিটা আসলে এমন একজন মানুষের কাহিনী সে শেষ মূহুর্ত পর্যন্ত উঠে দাড়িয়ে লড়ে ; সে জানে সে পরাজিত ; তারপর তার ভাগ্যকে সে মুঠোর জোরে পরাস্ত করতে চায়; এমন না যে সে বোকা বা জানে না সে কি করছে ; সে জানে সবই কিন্তু মানে না ; আরেক মেসেজ আছে মুভিটায় .. কোথাও কোন নিয়মের বাইরে গেলে তার কি পরিনতি হয় ; ঈশ্বরে সাথে তার কথোপকথন আমার মনে হয় অসংখ্য ছবিতে কপি হয়েছে ছবিটা না দেখে থাকলে বুঝবেন না কি মিস করেছেন ~
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.