আমাদের কথা খুঁজে নিন

   

পিকনিক নিয়া মনে হয় প্রথম পোস্ট!! [পিকনিক সংশ্লিষ্ট সকল পোস্টের লিংক সহ আপডেট]

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।

ঘুইরা আসলাম ব্লগারদের সাথে!! অরণ্য ভাই'র পোস্ট ছিল "বসন্ত উৎসব" নিয়া। যাওয়ার কথা ছিল ৫৮ জনের। কিন্তু গেল মোটে সব মিলাইয়া ৩৬ জন। সাথে ২টা পিচ্চি!! আমরা যে খুব মজা করছি, সেটা না হইলেও কম মজা হয়নাই, এইটা নিশ্চিত!! আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, যে রাজউকের গেস্টহাউসে, সেটায় কোন এক বিচিত্র কারণে যাওয়া হয়নাই, বরং গেলাম রাজউকের পার্কে।

গিয়া দেখি মানুষ-ই মানুষ!! হাজার হাজার!! আমরা যতই ব্লগে চিল্লাই, বাস্তবে দেখি চুপচাপ পাব্লিক, একটা মাইক নাই, ব্যানার নাই!! আর চারপাশে বাজতাছে.. "রূপবানে নাচে.."/ বিকৃত সুরে "যাও পাখি বল তারে.." যাই হোক, পিকনিক নিয়া বাকিরা বিস্তারিত লিখব , তয় আমি আমার ভাল লাগা- মন্দ লাগা নিয়া একটু লিখি.. শান্তি পাইলাম: ১. অরণ্য ভাই'র বুদ্ধিতে যেটুকু কুলাইছে, তাতে উনি মেয়েদের জন্য একটা খেলাই খুঁইজাই বাইর করতে পারছেন.. "বালিশ খেলা"!! লেখা শুরু হইল ৮ জন নিয়া। শেষ পর্যন্ত যে ২ জন ছিল, তারা হলেন সারিয়া'পু আর মনজুরুল ভাই'র মেয়ে শ্রুতি (১০-১২ বছর আনুমানিক)। এই সময়, আপু খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে শ্রুতি'কে বিজয়ী বলে মেনে নেন। আমরা সবাই উৎসাহী দর্শক তালি দিয়ে উঠি। ২. আবারও অরণ্য ভাই'র বুদ্ধি!! উনি ঠিক করছিলেন, ছেলেদের জন্য "পাঞ্জা খেলা"র!! খেলা শুরু হইতেছিল এমন সময় হঠাৎ নারী জাগরণ উঠল!! সকল নারীদের প্রতিবাদের মুখে খেলা হইল মিক্সড!! ছেলে-মেয়েতে!! এইটায় ফাইনালও হইল ছেলে- মেয়ে।

যদিও শেষমেষ বিজয়ী কিন্তু ছেলেই!! ৩. শেষ পর্যায়ে ছিল লটারি। এইটায় ৫টা সান্ত্বনা পুরষ্কার আর ৩টা মূল পুরস্কার। আমি নিজে কোন পুরস্কার পাইলাম না!! যথারীতি আমার সৌভাগ্য!! এক ব্লগার তার পুরস্কারের একটা অংশ শেয়ার করলেন!! ৪. লটারীতে কুপন তুলছে শ্রুতি আর কিন্নরী। দুইটা স্বাক্ষাৎ দেবদূত। বিভিন্ন খেলার পুরস্কার ও লটারীর পুরস্কার তুলে দেওয়ার পরও একটা পুরস্কার আলাদা করে রাখা হয় শ্রুতির জন্য।

সবার শেষে তাকে সেটা তুলে দেয় অরণ্য ভাই। ৫. মডু'কে কোপানি!! মেজাজ খারাপ: ৬. যথারীতি বাঙালি টাইমিং!! রওয়ানা হওয়ার কথা ছিল সকাল ৮.০০। কিন্তু, শেষ-মেষ বাস ছাড়ল যখন, ঘড়িতে তখন ঠিক ৮.৩৮!! ৭. খাওয়া হইতে হইতে দুপুর ৩টা!! ৮. একজায়গায় যাওয়ার প্ল্যান করে হঠাৎ মাঝ পথে অন্যত্র যাওয়ার কালপুরুষ'দা-ইয় বুদ্ধি!! আর অরণ্য ভাই'র অসহায় আত্মসমর্পণ!! "আমি কিছু জানি না। আমি এইটা কখনও দেখি নাই আগে। আমি কইছিলাম নন্দন পার্কের কথা!!" ৯. কোন এক ব্লগার তার ব্যান হওয়া নিয়া মডু'র লগে কথোপকথন: ব্লগার- আমারে ব্যান করার কারণ জানাইয়া মেইল করা হয়নাই।

মডু: কি কারণে আপ্নে ব্যান হইলেন?? - এইটা আমি আপ্নের সাথে ব্যক্তিগতভাবে বলব। : এখনই বলেন। সবার সামনে বলেন। - আমি এখন ঠিক বলতে চাচ্ছি না। : না, আপ্নে এখনই বলেন!! (এইরকম জোর-জবদস্তি করাটা মনে হয় খুব একটা ঠিক হয়নাই!!) সবচাইতে ভাল্লাগছে যেইটা, সেইটা হইল, দিনের সেরা ডায়ালগ, "পৈতালি অরণ্য!!" ছবি.. অরণ্য ভাই রুবেল ভাই'র ছবিব্লগ ক্যামেরাম্যান ভাই সৌম্য ভাই রুবেল ভাই'র অভিজ্ঞতা কালপুরুষ'দা'র ছবিব্লগ অরণ্য ভাই'র ছবি পোস্ট সুনীলদা'র কোলাজ [আজ দুপুরে বসুন্ধরা সিটিতে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, তার জন্য আন্তরিক সমবেদনা।

]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।