আমাদের কথা খুঁজে নিন

   

শাপলায় কেউ মারা যায়নি: ডিবি

ডিএমপি যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম বলেছেন, ‘মানবাধিকার সংস্থা অধিকার ৬১ জনের যে তালিকা দিয়েছিল, তা সত্য নয়। ঢাকাসহ সারা দেশে পুলিশ তদন্ত করে নিশ্চিত হয়েছে, অধিকার যে ৬১ জনের তালিকা প্রকাশ করেছে, তা মিথ্যা। ' 
 
আজ দুপুরে রাজধানীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।  
 
সংবাদ সম্মেলনে মনিরুল বলেন, ‘গত ৫ মে শাপলা চত্বর অভিযানে কেউ মারা যায়নি। ঘটনার আগে ও পরে রাজধানীতে ১৩ জন মারা যায়।

আর ঢাকার বাইরে মারা যায় ১৩ জন। বাকি ৩৫ জনের মৃত্যুর সত্যতা পাওয়া যায়নি। '
 
উল্লেখ্য, গত ৫ মে রাতে শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরাতে যৌথ বাহিনী অভিযান চালায়। এ ঘটনার তদন্তের পর মানবাধিকার সংগঠন ‘অধিকার' জানায়, তাদের কাছে ৬১ জন নিহতের তালিকা আছে। পরে সরকারের পক্ষ থেকে ওই তালিকা চাওয়া হয়।

কিন্তু অধিকার এই তালিকা দিতে শর্ত জুড়ে দেয়। গত ১০ আগস্ট অধিকার সম্পাদক আদিলুর রহমান শুভ্রকে তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.