আমাদের কথা খুঁজে নিন

   

যখন প্রতিদিনই হবে রাষ্ট্রীয় শোকের দিন...............

আমার আকাশে ওড়ার স্বপ্ন আমাকে নির্ঘূম রাখে

কথায় বলে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড়ঁ । বিডিআর এর মিউটিনির সময়ে যা করার প্রয়োজন ছিলো তা করেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী । কিন্তু ঘটাকরে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করলেন । তিনি অত্যন্ত ঘোষনাপটু ,কারণ মিউটিনি চলাকালীন সময়ে এদিক ওদিক চিন্তা না করে ফট করে বিডিআর বিদ্রোহীদের ক্ষমা ঘোষনা করে দিলেন । ফলশ্রুতিতে আমরা পেলাম শ'খানেক বীর সেনানীর লাশ আর জাতি উপহার পেল তিন দিনের জাতীয় শোক ।

এ পর্যন্তই ....। তিনি মহিয়সী নারী ,শোক পালন বিষয়টি তার অস্থিমজ্জাগত । আয়োজন করে এ বিষয়টি তিনি ভালই করেন । এই যেমন বিডিআর ঘটনার পরেই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রান হারালেন আরও দুই সেনা কর্মকর্তা । তিনি আবারও আয়োজন করে রাষ্ট্রীয় শোক ঘোষনা করলেন।

তার উদ্দ্যেশ্য মহত্ । এই মহত্ উদ্দ্যেশ্যকে সফল করতে গিয়ে হয়ত এমন একদিন আসবে যখন প্রতিদিনই হবে রাষ্ট্রীয় শোকের দিন, প্রতিদিনই জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে,আর কালো ব্যাজ সবার পোষাকের অংশ হয়ে যাবে.....................সেই দিনটি দেখতে দিব্যদৃষ্টির প্রয়োজন নেই !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।