আমাদের কথা খুঁজে নিন

   

প্রাচীর ঘেরা নারী দিবস



৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস। আমি নারী দিবসের ইতিহাস নিয়ে মোটেও লেখতে চাই না। অস্বীকার করার জো নাই যে, এই দেশে কেউ নারী দিবস প্রতিষ্ঠাকারীদের পাথেয় অবলম্বন করে না। তবে সংখ্যাটি এতই নগন্য হবে যা হিসাবে নেওয়ার দরকার খুব কমই আছে । যারা ছিল তারাও কেমন করে এনজিও, মাল্টি ন্যাশনাল কোম্পানির এজেন্ট হয়ে কাজ করার ফলে নারী আন্দোলন কারীদের নারী দিবস কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমানা প্রাচীরে ঘেরা।

বিশ্বব্যাপি নারী দিবস পালিত হবে কাঠামোবদ্ধভাবে । বাংলাদেশেও তার ব্যতিক্রম হবে না, বরং বাড়াবাড়ির ক্ষেত্রে এগিয়ে থাকার চেষ্টা করবে এমনটা আশা না করলেও শেষমেশ তাই দেখতে হবে বৈকি। যাদের একটি নারী নীতিমালা নেই, তারা নারী দিবসে ক্লারা জেটকিন, বেগম রোকেয়ার স্তুতি গাইবে। রাষ্ট্রসংঘ ঘোষিত সিডও সনদে বাংলাদেশ সাক্ষর করলেও এখন পর্যন্ত নিজ দেশের উপযোগী একটি নারী নীতি প্রণয়ন করতে পারেনি। প্রগতিশীল দৃষ্টিভঙ্গির আলোকে গত বছর নারী দিবসে মহিলা পরিষদের অনুষ্ঠানে একটি নারী নীতিমালা ঘোষণা করা হয়েছিল, যা মৌলবাদী চক্রের চক্রান্তে গভীর জলে হারিয়ে গেছে।

কারণ, যারা এই নীতিমালাটিকে সমর্থন করে মাঠে নেমেছিল তারাই এখন আবার সরকারের টোপে অথবা সংসদের পিছনের বেঞ্চে এমপি হিসাবে বসার লোভে সমগ্র আন্দোলনকে ছুড়ি মেরে ১৯৯৭ সালের নারী নীতিমালাকে সমর্থন করে বসেছেন । কেন আর ২০০৮ সালের নারী নীতিটির প্রয়োজন নাই সেই ব্যাখ্যা করার কোন প্রয়োজনও বোধ করেনি আবার কেউ এই দালালীর কারণ জানতে চেয়ে কোন প্রশ্নও করেনি। নারীর সমঅধিকার বলতে অনেকে অনেক রকমের ফেনা তোলে, আমি স্পষ্টতই মনে করি নারীর সমঅধিকার প্রতিষ্ঠার পূর্বে সমউত্তরাধিকার প্রতিষ্ঠা জরুরী। এই ক্ষেত্রে ধর্মকে বাধাঁ মনে করে যারা যুক্তি দেন এবং যে যেভাবে আছে তাকে সেভাবেই রাখতে চান তাদের নারী দিবস নিয়ে ভন্ডামী করার প্রয়োজন আছে কি? আরো বড় সমস্যা হচ্ছে, নারীরা কি তাদের দিবসটি পালনের জন্য পূরুষকে বাদ দিতে পারবে। মনে হয় না, বরং পূরুষরাই হবে মূল আলোচক।

কারণ, যেসব মাল্টিন্যাশনাল কোম্পানী নারীবাদকে ধবংসের হীন চেষ্টায় মডেল প্রতিযোগিতা করে তারাই তো আলোচক হবে, বিকল্প পথে ফ্যাশনের পথ দেখাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।