আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রিয় জ্যাকেটে কয়লার গন্ধ



কাল ট্রেন্টো তে আমরা বাঙ্গালি স্টুডেন্টরা মিলে একটা ছোটো গেট টুগেদার করে ফেললাম। খাওয়াদাওয়া যাই হোক, অনুষ্ঠানের আসল উদ্দেশ্য দাঁড়ালো দেশে যেই সব ভাইরা প্রাণ দিলেন, তাদের জন্য দোয়া করা। সবাই এলো। এমনকি পাদোভা থেকে মুফতি ভাই ও চলে এলেন। আমাদের এইখানে পিএইচডি করছেন এরকম অনেক ভাইয়া আছেন।

তাদের আলোচনায় ঝড় তুললো দেশের বর্তমান পরিস্থিতি। এখানে অপেরা আমাদের বাঙ্গালি স্টুডেন্টদের খুব ভাল সমাদর করে। অপেরা হলো এখানকার কমিউনির একটা প্রতিষ্ঠান যারা স্টুডেন্টদের নিয়ে কাজ করে। স্কলারশিপ, হাউজিং এর ব্যবস্থা করে। ওরা আমাদের ২৫০ ইউরো দিয়েছিল এই ধরনের গেট টুগেদার করার জন্য।

তো সেই টাকা থেকেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানটা গত ডিসেম্বর এ হওয়ার কথা ছিল। কিন্তু বিপুল ভাই এর মেয়ে রায়না খুব অসুস্থ হয়ে যাওয়ায় আর হয়নি। কালকের তারিখটা ফিক্সড করে ফেলেছিলাম আমরা। এর মধ্যে দেশে এই বড় একটা ঘটনা ঘটে গেল।

তাই আমরা এই অনুষ্ঠানের উদ্দেশ্য পরিবর্তন করে ফেললাম। অনেক আগেই একটা খাশি বারবিকিউ করার প্লান ছিল। তাই করা হয়েছিল কাল। ভাল লেগেছে একটা ব্যাপার যে সবাই কিছু না কিছু কাজ করেছে। আমিও কিছু করার মধ্যে কয়লাতে বাতাস করার কাজ করেছি।

এটাই মনে হয় সবচাইতে ফাঁকিবাজির কাজ ছিল। কিন্তু এই কাজ করতে গিয়ে দেখলাম আমার একমাত্র জ্যাকেটটাতে কয়লার বিস্তর গন্ধ হয়ে গেছে। এই একটাই জ্যাকেট আমার। এইটা পরেই আমি ইউনিভারসিটি যাই। কাল ক্লাস আছে।

কিভাবে যে যাব! ধুতে দিয়েছি যদিও। আজ আবার আকাশটা মেঘলা হয়ে আছে। ঠিক আজকের দিনটাতেই মেঘলা হতে হবে? জ্যাকেটটা শুকোবেনা মনে হয়। এই ঠান্ডার মধ্যে জ্যাকেট ছাড়া বের হওয়াও যাবেনা। কি যে করি! আমার প্রিয় দেশটাতেও আজ কয়লার গন্ধ।

ধুতে হবে। কিন্তু সেখানেও তো মেঘলা। শুকোবে কবে? এই দেশ ছাড়া তো আমার যাওয়ার জায়গাও নেই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.