আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের কৌশল ভেস্তে গেল

পঁচা মানুষ বিএনপির কাঁধে ভর করে ব্যাপক শক্তি প্রদর্শনের কৌশল ভেস্তে গেল জামায়াতের। গতকাল শুক্রবার শাহবাগের প্রজন্ম চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিত মহাসমাবেশে জনতার ঢল দেখার পর জামায়াতকে নিয়ে বিএনপি এই মুহূর্তে কোনো কর্মসূচি পালনের ঝুঁকি নেয়নি বলে একাধিক দলীয় সূত্র নিশ্চিত করেছে। এর পরিপ্রেক্ষিতে নয়াপল্টনে আজ শনিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। যদিও গত রাতে আনুষ্ঠানিকভাবে দলের নেতারা দাবি করেছেন, সমাবেশের ব্যাপারে পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশ স্থগিত করা হয়েছে। গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এ কথা জানান।

উল্লেখ্য, গতকাল কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠায় 'এখনো জামায়াতের খপ্পরে বিএনপি!' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ১৮ দলীয় জোটের সমাবেশে জামায়াত-শিবিরের শক্তি প্রদর্শনের ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়। ওই প্রতিবেদনের পর বিএনপিসহ কয়েকটি শরিক দলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বলে জানা গেছে। এই পরিস্থিতিতে জোটের নেতৃত্বে থাকা বিএনপি সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত চূড়ান্ত করে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের অনুমতি না দেওয়াকে সরকারের অগণতান্ত্রিক আচরণ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

তবে দলের একটি সূত্র জানায়, শাহবাগের প্রজন্ম চত্বরের মহাসমাবেশে বক্তারা জামায়াতকে জোটে রেখে তাদের সহিংস কর্মকাণ্ডের সমর্থন দেওয়ায় বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। সূত্র আরো জানায়, জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের ব্যাপারে অনেক দিন থেকে দলের ভেতরে একটি অংশ আপত্তি জানিয়ে আসছিল। প্রজন্ম চত্বরে সমাবেশের পর তা আরো জোরালো হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠকে জামায়াতকে সঙ্গে নিয়ে সমাবেশের সিদ্ধান্ত হলেও গতকাল বিকেল থেকে বিএনপির অনেক নেতা এ ব্যাপারে প্রবল আপত্তি জানাতে থাকেন।

এ অবস্থায় অনেকটা বাধ্য হয়েই আজকের সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানায়। ঢাবিতে ছাত্রদলের কর্মসূচি স্থগিত ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের মহাসমাবেশে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত রাতে ছাত্রদলে সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার কর্মসূচি যাতে ব্যাহত না হয়, তা বিবেচনায় ছাত্রদল পূর্ব ঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে। ছাত্রদলের কর্মসূচির মধ্যে ছিল, আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ এবং ১১ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.