আমাদের কথা খুঁজে নিন

   

অসহায় পথ শিশুরাই আমাদের সহায় হয়েছিল শীত ঠেকাতে!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই........

যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে যে গনসাক্ষর সংগ্রহ করা হচ্ছিল, তার শেষ দিনে মানে ২০ শে ফেব্রুয়ারী থেকে ২১ শে ফেব্রুয়ারী প্রায় দুপুর পর্যন্ত একটানা সই গ্রহন চলে। ২০ তারিখ এ দিনে অনেক গরম থাকলেও রাতে সই গ্রহনে সমস্যা হচ্ছিল অনেক ঠান্ডা পড়েছিল বলে। ভোররাতে আমরা শীতে রীতিমত কাপছিলাম। কেউ ই এত শীত নিবারনের জন্য তেমন কাপড় নেইনি। আমরা মাঝ রাতেই কাগজ পুড়িয়ে গরম হবার অসফল চেস্টা করেছিলাম। ভোররাতে আমরা কিছু পথশিশুকে দেখলাম তারা কোনো জায়গা থেকে বাশ এনে আগুন জালিয়েছে। অবশেষে আমরা ওদের জালানো আগুন থেকে তাপ নিয়ে শীত নিবারন করি সকাল হওয়া পর্যন্ত। ওদের কাছে জানা গেল যে ওদের কোনো ঘর নেই। যেখানে গরম পায় সেখানেই রাস্তায় ঘুমায়। কতো অসহায় ওরা.....আমরা বলতে গেলে কিছুই করিনা ওদের জন্য..........তবু ওরাই আমদের সহায় হয়েছিল যখন আমরা অসহায় ছিলাম........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.