আমাদের কথা খুঁজে নিন

   

এয়ার ২০১৮

আমার মাঝে আমি,নিজেকে বার বার খুজি । জয় হোক স্বপ্নের,সত্যি হোক জীবনের আশা । মানুষের মাঝে মানুষ,উড়ায় হৃদয়ের ফানুশ ।

২০১৮ সালের জুন মাস। প্রচন্ড গরম,রফিক কম্পুটারে সিনেমা ডাউনলোড দিয়ে বের হল কলেজের উদ্দেশ্যে ।

কারেন্ট চলে যাবার ভয় নেয়,২০১৬ সালের পর আর লোড্‌শেডিং হয় না বাংলাদেশে । গাজিপুর থেকে ট্রেনে করে যাত্রা আরম্ভ করল রফিক । বর্তমান সরকার যোগাযোগ খাতে ব্যাপক উন্নতি করেছে । রাস্তা ঘাট এখন খুবই ভাল। সবচেয়ে ভাল ট্রেন ।

আধুনিক ট্রেন এ মানুষ যাতায়াত করে। ঢাকা শহরে মেট্র ট্রেন চলে,সারা বাংলাদেশের সাথে রেল যোগাযগ ভাল । ঢাকা শহরে ঢুকতে না ঢুকতেই রফিকের দ্বীতল সড়ক চোখে পড়ল । সারা ঢাকাতে দ্বীতল সড়ক। ঢাকার পথে আর জ্যাম হয় না ।

ঢাকার বাহিরের মানুষ ঢাকাতে ট্রেনে এসে কাজ করে । ঢাকা এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী । মানুষ তার নিত্য প্রয়োজনীয় বস্তু নিজ সামর্থের মাঝে কিন্তে পারে । বাজার মনিটরিং এ এই সরকার সফল । গ্রামের মানুষ গুলো ভাল আছে ।

কৃষক তার পণ্যের দাম পায়,গ্রামের গরিব শিশু থেকে আরম্ভ করে শহরের গরিব শিশুদের টাকা দিয়ে স্কুলে আনা হয় । তারাও শিক্ষিত হচ্ছে । শিক্ষার হার বাড়ছে দিন দিন। প্রবাসি শ্রমিকেরা বিদেশে দূতাবাস থেকে সহায়তা পাই,তারা নিরাপদে ঐ দেশ গুলাতে থাকতে পারে। বিদেশে যেতে সাগরে ডুবে মরে না।

গার্মেন্টস শ্রমিকের অসন্তুষ্টি নেই,তারা ভাল বেতন পাই,খেয়ে পরে বেচে থাকতে পারে ভাল মত। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিতও হয়েছে। আর কেউ অযথা " বই " থাকাতে জেলে যায় না। মানুষ ইচ্ছা মতও মুখে দাড়ি টুপি রাখতে পারে। দুর্নীতি দেশে কমে গেছে।

দুর্নীতি করলে তার বিচার হয় । খুন করলে তার বিচার হয় দ্রুত । বর্ডারে আর মানুষ হত্যা হয় না । ভারত এখন বাংলাদেশকে সমিহ করে চলে । নটর ড্যাম এ ক্লাস শেষ করে বি এন পির অফিসের দিকে যায় রফিক ।

এখানে মানুষের খুব ভিড় । মানুষ তাদের সমস্যা তুলে ধরে এই খানে সারা দেশ থেকে এসে,আর সমস্যা সমাধানের প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যায় এখানে। ক্লাস শেষে ট্রেনে করে বাড়ি ফিরে রফিক। পড়ালেখা শেষে বিছানাতে ঘুমাতে যায় সে। হরতাল টরতাল আর হয় না,মানুষের মনের আস্থা অর্জন করেছে এ সরকার,সামনের নির্বাচনে সে ভোটার ।

সে জানে তার মত বাংলাদেশের মানুষ ভোট টা ধানের শিষে দিবে,কারন বাংলাদেশের মানুষ এতটা বিবেহিন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।