আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ান এয়ার লাইন্স

১. মালয়েশিয়ান এয়ার লাইন্স। ২৮.০৯.১৩, ঢাকা থেকে কুয়ালালামপুর, আমার জীবনে প্রথম বিমান ভ্রমন। অন্য রকম অনুভুতি। যেহেতু টাকা পয়সা কম সেহেতু কমদামি সিট। ঢাকা থেকে মালয়েশিয়া প্রায় সব ফ্লাইটের কমদামি সিটে বেশির ভাগ যাত্রীই থাকে শ্রমিক, আমার চারপাশেও তাই।

যদিও জানালার পাশে সিট পাওয়ায় ভালই লাগতেছিল। প্লেন টেক অফ করার আগে সবাইকে মোবাইল ফোন বন্ধ করে দিতে বলল,মজার দৃশটা শুরু হল তখনই। সবাই আবেগ অনুভূতি ঢালতে লাগলো ফোনে, বিমানবালা সামনের দিকের সিটের যাত্রীকে ফোন অফ করতে বলে তো পিছনের দিকে কথা বলা শুরু করে আবার পিছন দিকের সিটে যায় তো সামনের দিকে কথা বলা শুরু করে। মোটামুটি দৌড়াদৌড়ি অবস্থা, স্কুল কলেজের পরীক্ষার হলের কথা মনে পড়তেছিল।
২. যাইহোক, দুপুরের খাবার দিলো,খাবারটা ভালই ছিল।

খাওয়া শেষে নিয়ে আসলো কোমল পানীও। দ্বিতীয় মজার দৃশ্য শুরু হল তখন, আমার সামনের সিটের একটা বলে "বিয়ার, বিয়ার", আবার তার পাশেরটা বলে না দোস্তো, "হুইস্কি, হুইস্কি"। যাচ্ছে কামলা দিতে, প্লেনে উঠতে পারল না, বিয়ার বিয়ার হুইস্কি হুইস্কি শুরু করে দিছে। বিমানবালা বলল ঢাকা থেকে আসা কোন মুসলিমকে এগুলো দেয়া নিশেধ আছে। বেচারার মনটাই খারাপ হয়ে গেল।

আসলেই আমরা অনেক রসিক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.