আমাদের কথা খুঁজে নিন

   

ও দয়াল বিচার করো

মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি ছেলে হয়ে জন্মাতাম তাহলে অনেক স্বাধীন হতাম। আমি মনে মনে সুদূরের পিয়াসী হলে কি হবে, কবির ভাষায় "কক্ষে আমার রুদ্ধ দুয়ার সেকথা যে যাই পাশরী"। জয় রাধামাধব।

এই গানটা অভিমানী রাধা গেয়েছে তার চিরপ্রেমিক কৃষ্ণের প্রতি অভিযোগ জানিয়ে ৷ গানটা অখিলবন্ধু ঘোষের কন্ঠে ৷ ও দয়াল বিচার করো দাও না তারে ফাঁসি ৷ আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশী ৷ সে আমার মনের মানুষ বলে ৷ মরেছি অনেক জ্বালায় জ্বলে ৷৷ এবার দাও গো সমন, সাক্ষী দেব হবো সর্ব্বনাশী ৷ আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশী ৷ বেজো না যখন তখন বলেছিলেম যারে ৷ সেকথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে সে কি পারে? আমি যে মুখেই মানা করি ৷ মরমে তারই পায়ে পড়ি ৷৷ ও দয়াল দিব্যি করেই বলছি তোমায়, তারেই ভালবাসি ৷ আমায় গুম করেছে, খুন করেছে ও বাঁশী ৷ গানটা শুনুন এখানে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.