আমাদের কথা খুঁজে নিন

   

কে বুঝিতে পারে দয়াল ©


কে বুঝিতে পারে দয়াল ©


কে বুঝিতে পারে দয়াল, জ্বালা কোন বিষে
যে খেয়েছে সাপের কামড়
সেইতো বুঝেছে।

যে ঝিনুকে পাওয়া যায়রে, চকচকে মুক্তা
সেই ঝিনুকে বুঝতে পারে, মুক্তায় কি যুক্তা।
ঝিনুক পাইলো সাধন করে
সেই সাধনায় ঝিনুক মরে-২
মুক্তার জন্য ঝিনুক নিজেই
বুকটা কেটেছে।
যে খেয়েছে সাপের কামড়
সেইতো বুঝেছে। ।



গুরু শিষ্যের ভাবের জ্বালা, গুরুর বুকে বিন্দে
মায়ে রাখে গর্ভে সন্তান, এক পরম আনন্দে।
এমন জ্বালায় গুরু সুখী
গুরু আমার সুর্য মুখী-২
সুর্য আলো দিয়া চান্দরে
নিজেই হেসেছে।
যে খেয়েছে সাপের কামড়
সেইতো বুঝেছে। ।

কোন পাথরে নুরী আছে, কে যে বুঝতে পারে
মালিক নিজেই লুকাইয়া রয়, পাথরের ভিতরে।


যিনি পাথর তিনিই নুরী
ঝিনুক যেমন মুক্তাধারী-২
কোহিনূরতো বোকার হাঁড়ি
কি যে পেয়েছে।
যে খেয়েছে সাপের কামড়
সেইতো বুঝেছে। ।


বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০১৩, ২১ ভাদ্র ১৪২০ রাত ৪-৩০ মিঃ

আমার এই গানে গুরু-শিষ্যের ভাবনা বিভিন্ন প্রতীক রূপে তাদের ভাব বলতে চেয়েছি। সত্যিকারে গুরু বা শিষ্য ঘরে ঘরে পাওয়া যায় না।

এ বহু সাধনার বিষয়। এই গানটি আমার প্রথম বই “কে বুঝিতে পারে দয়াল”-এর প্রথম গান। ।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.