আমাদের কথা খুঁজে নিন

   

কণ্ঠশিল্পী মাহমুদুন্নবী কি হারিয়েই যাবেন?

কেএসআমীন ব্লগ

কণ্ঠশিল্পী মাহমুদুন্নবী ষাটের ও সত্তরের দশকে এদেশের বাংলা গানের সেরাদের একজন। তাঁর দরাজ কণ্ঠের তুলনা আর কারও সাথেই চলে না। যদিও একজনের সাথে আরেকজনের তুলনা উচিত নয়, তবুও বলবো, হেমন্ত মুখার্জির সাথেই তার মিল খুব বেশী। সেই শিল্পী আজ প্রায় হারিয়ে যেতেই বসেছেন। অডিও সিডির দোকানে তাঁর গান পাওয়া যায় না।

ইন্টানেটেও খুব কম দেখা মেলে। আক্কাস বেপারী, সুজন পাইকার, এমন অনেকের গানে ওয়েবসাইট ভরে যাচ্ছে, মাহমুদুন্নবী দিয়ে সার্চ দিলে বড়জোর ৩/৪টি গানের খোঁজ পাওয়া যায়। কতগুলো কমন গানই হয়তো পাওয়া যায়, যেমন, সুরের ভুবনে......, আয়নাতে ওই মুখ.........., আমি সাত সাগর............., প্রেমের নাম বেদনা........., ও মেয়ের নাম দেব কি...... ইত্যাদি কিন্তু কিছু খুব বিখ্যাত গানের কোন হদিস নেই, কোন অডিও সিডিতেই পাইনি, ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে না, যেমন, সংগীতা যদি ডাকি -তুমি বল - না না না.........., আমি ছন্দ ছাড়া এক নদীর মত ছুটে যাই..............., মনে তো পড়ে না কোনদিন আমিও যে শিল্পী ছিলাম........, আমি তো আজ ভুলে গেছি সবি...... ইত্যাদি ইত্যাদি। প্রয়াত এই কণ্ঠশিল্পীর সুযোগ্যা দুই কন্যা সামিনা চৌধুরী, ফাহমিদা নবী এখন আমাদের গানের ভুবন দাবড়িয়ে বেড়াচ্ছেন বটে, কিন্তু বাবার স্মৃতি প্রায় ভুলেই গেছেন। বাবার অবদান, এমনকি বাবার নামও কাউকে মুখে আনতে দেখিনি কোনদিন।

কী এমন অপরাধ করেছিলেন আপনাদের বাবা? বাবার সাথে জীবিতাবস্থায় ব্যক্তিগত বোঝাপড়ার সমস্যা যা-ই থাকুক, কণ্ঠশিল্পী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত রাখা, তাঁর গান সংরক্ষণ করা, প্রচার করা কি আপনাদেরই প্রথম দায়িত্ব নয়? এরকম অবহেলা করলে এদেশের মানুষতো একদিন মাহমুদুন্নবীকে ভুলে যাবেই। পুনশ্চ: কিছুদিন আগে এক বাংলা গানের আর্কাইভে যাওয়ার সুযোগ হয়। বাংলাগান নিয়েই তাদের কাজ-কারবার। জানতে পারি যে, ওখানে দশহাজার বাংলা গানের সম্ভার রয়েছে। ওখানের দায়িত্বপ্রাপ্ত টিংকুভাইকে কয়েকটি পুরোনো গান দিই খোঁজার জন্য।

আমি প্রায় ১০০ ভাগ নিশ্চিত ছিলাম যে এখানে দশহাজার গানের মাঝে প্রিয় মাহমুদুন্নবীর গানগুলো পাওয়া যাবেই। কিন্তু টিংকুভাই আমাকে হতাশই করলেন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.