আমাদের কথা খুঁজে নিন

   

স্বাক্ষর দিয়ে এলাম.....



যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ চলছে। আজ আমি স্বাক্ষর দিয়ে আসলাম। আজই প্রথম বই মেলায় গেলাম। গিয়ে খোঁজ করলাম কোথায় স্বাক্ষর নেয়া হচ্ছে। তারপর খুঁজে বের করালাম, স্বাক্ষর দিয়ে আসলাম।

বই মেলাতে আজ একটি দোকানে গিয়ে একটি মজার ঘটনা দেখলাম। আমার কাছে মজার সবার কাছে মজার নাও হতে পারে। একটি স্টলে গিয়ে দেখি সেখানে একজন লেখক (নাম উল্লেখ করছিনা) তিনি অটোগ্রাফ দিচ্ছেন। এই বই মেলাতে তার কয়েকটা বই প্রকাশিত হয়েছে। তো তিনি একজন ক্রেতার একটি বইতে অটোগ্রাফ দিতে গিয়ে বললেন এটা আমার লেখা শ্রেষ্ঠ বই।

আমি মনে মনে হাসলাম যে তিনি এই কথাটি কয়টি বইয়ের বেলায় বলেছেন? বই মেলা ঘুরে তারপর গেলাম পাবলিক লাইব্রেরীতে সংবৃতার আয়োজনে "মৌন মুখর শব্দাবলী" অমর একুশের বিশেষ পংক্তিমালা উপভোগ করতে । খুব ভালো লেগেছে। কবিতা গুলো শুনার সময় মনে হলো আমি ৫২'তে চলে গেলাম। যে কবিতাগুলো বেশী ভালো লেগেছে সে গুলো হল: মাহিদুল ইসলামের আবৃত্তি করা "মহাদেব সাহার একুশের গান" "মাহবুব উল আলম চৌধুরীর কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি" "শামসুর রহমানের বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা" এবং "সৃজন সেনের মাতৃভূমির জন্য" এছাড়া কাজি রাজেশের আবৃত্তি করা "মাহবুব উল আলম চৌধুরীর আমরা ঘুমাবোনা" "আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ" ভালো লেগেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।