আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বাক্ষর এবং ১২.১২.১২ এর কেরামতি

আমার একটা কমন স্বভাব আছে, আমি সব সময় স্বাক্ষর করার পর তারিখ ভুলে যায়। এই নিেয় সহকর্মীেদর ব্যপক বিরক্তি আছে আমার উপর। মুখে না বললেও ভাবে বুঝি। কারন প্রতিদিন সকালে এবং বিকালে শ'খানেক স্বাক্ষর করতে হয়, এবং যারা যারা এই দায়িত্ব পালন করেন, তাদের মোটামুটি সকালেই মেজাজ অর্ধেক খারাপ হয় এই তারিখ নিয়ে। বিষয়টা খুবই সহজ।

যখন আমি স্বাক্ষর করি তখন পাশ থেকে তারিখটা বললেই হয়ে যায়। কিন্তু আদতে তা হয় না। আমি প্রতিটা স্বাক্ষর এর পর তার মুখের দিকে শুন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি। সে বলার পর তারিখটা দেই। পাতা উল্টে আবার স্বাক্ষর করে আবার তাকিয়ে থাকি।

বিরক্ত হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? বিশ্বাস করেন, এই ব্যাপারটা আমি খেয়াল করেছি এবং তারিখ মনে রাখার চেষ্টাও করেছি, কিন্তু প্রতিবার স্বাক্ষর এর পর আমার সমস্ত হার্ডডিস্ক্‌ এবং র্যাম খুঁজেও আমি তারিখ মনে করতে পারি না। কিন্তু আজকে বেশ মজার ব্যাপার হয়েছে। আমি যথারিতি স্বাক্ষর করছি, এবং একের পর এক পাতা উল্টাচ্ছি। হঠাৎ পিয়ন বলল, "স্যার আপনার কি হইছে? আজ আপনি একবারও তারিখ জিঞ্জাসা করলেন না। " আরে তাই তো!!! আমার মেমোরি কি ভাল হইয়া গেল।

আজকে আমার একবারও তারিখ ভুল হয় নাই। গতরাত্রে আমার স্ত্রী'কে এসএমএস করেছি, কিছু কাছের বন্ধুদের কাছ থেকে এসএমএস পেয়েছিও, সকালে অন্য দিনের মনে দেরী করে ঘুম থেকে দেরী করে অফিসে এসেছি। সবই স্বাভাবিক, শুধু তারিখ টা ঠিক হয়ে গেছে। পত্রিকায় পড়লাম অনেক মানুষ বিশ্বাস করে এই দিেন মানুষের অগোচরে অনেক ভাল কিছু হবে। আমার কি তাহলে মাথা ভাল হয়ে গেল।

বন্ধু মহলে সব চেয়ে ভাল অবস্থানে এবং ভাল বেতনে চাকুরী করার পরও আমার অনেক বদনাম আছে ভুলো মন এর জন্য। আমি কি তবে সেইফ হইলাম? সামু আমারে এখনও সেইফ না করলে কি হবে ১২.১২.১২ আমারে মনে হয় সেইফ করেই ছাড়ল। জয়তু ১২.১২.১২ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।