আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকের ধমর্কথা, কৌশিক, আরিফুর রহমানদের প্রতি.....

এক ভবঘুরে সত্যসন্ধানী...

আস্তিকতার পক্ষে যুক্তি হিসাবে নয় তাদের চিন্তার সাথে আপনাদের চিন্তার বৈপরিত্ব আরেকটু স্পষ্ট হওয়ার জন্য নিচের উদ্ধৃতিটি দিলাম। পড়ে মন্তব্য করবেন । 'কান্ট বলেন, এই পৃথিবীতে প্রায়শ: দেখা যায় যে, যারা সৎ কাজ করেন তারা কষ্ট ভোগ করেন, সুখী হতে পারেন না। অপরপক্ষে যারা খারাপ কাজ করেন তারা কষ্টভোগ করেনা বরং সুখে থাকে। কিন্তু ন্যায়বিচারের দাবী এই যে , ভাল কাজের জন্য পুরষ্কার এবঙ মন্দ কাজের জন্য শাস্তি পাওয়া উচিৎ।

এই ইহ জগতে সসীম জীবনকালে ন্যায়বিচারের দাবী পুরণ করা সম্ভবপর নয়। মৃত্যুর পরও আত্মার অমর হওয়া চাই। , যাতে করে ন্যায়বিচারের এই দাবী মিটানো যায়। আর ঐ পরজগতে একজন নৈতিক শাসকর্তা থাকা চাই। এই নৈতিক শাসকর্তাই আল্লাহ বা ইশ্বর।

এভাবে কান্ট দেখান যে, আল্লাহ অস্তিত্ব, আত্মার অমরত্ব, ও ইচ্ছার স্বাধীনতাকে স্বীকার করে নিলেই 'উচিৎ' কাজটি অর্থবহ হয়ে উঠতে পারে। বৈজ্ঞানিক জ্ঞানে যেমন সত্য-মিথ্যার পার্থক্য রয়েছে ঠিক তেমনি নৈতিক জ্ঞানেও উচিৎ ও অনুভূতির পার্থক্য রয়েছে। ... নৈতিক অধিবিদ্যার মূলনীতিসমূহ/ ইমনুয়েল কান্ট (বাংলা অনুবাদ-সৈয়দ আব্দুল হাই/বাঙলা একাডেমী, ১৯৯৮ পৃ-২৪)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।