আমাদের কথা খুঁজে নিন

   

কর্নেল তাহেরঃ এক স্বপ্নবাজ পরাজিত বিপ্লবী

পাকিস্তান থেকে পালিয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তাহের। ১১ নম্বর সেক্টর এর দায়িত্ব নেন। বীরের মতো যুদ্ধ করে সূর্য ছিনিয়ে এনেছিলেন। আমৃত্যু যুদ্ধের সাক্ষী বহন করে গেছেন শরীরে। পাকিস্তানি শোষণ থেকে মুক্তিকে পরিপূর্ণ বিজয় মনে করতেন না তাহের।

সাম্যের সমাজ গঠনের মধ্য দিয়ে গনমানুষের মুক্তির স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্ন বুকে নিয়ে মুক্তিযুদ্ধের পর কুমিল্লা ক্যান্টনমেন্টে গড়ে তুলেছিলেন “লাঙ্গল ব্রিগেড”। সেনা অফিসারদের শিখিয়েছেন একটা যুদ্ধ বিদ্ধস্ত গরীব দেশে সেনাবাহিনী কোন এলিট শ্রেণী হতে পারেনা, সেনাবাহিনী ধনিক শ্রেণীর হাতিয়ার হিসেবে ব্যাবহার হতে পারেনা। সৈনিকদের অফিসার এর কৃতদাস হয়ে থাকা জীবনকে ঘৃণা করতেন তাহের। ৭৫ এর আগস্ট এ মুজিবের মৃত্যুর পর একদিকে পাকিস্তানপন্থি মোস্তাক গং সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক আমেরিকার দিকে ঝুঁকতে চাচ্ছিলেন, আরেকদিকে তাহের তাঁর আরাধ্য বিপ্লবের স্বপ্ন দেখছিলেন।

নভেম্বরে দৃশ্যপটে চলে আসেন আরেক বীর যোদ্ধা খালেদ মোশাররফ। তৎকালীন সেনাপ্রধান সেক্টর কমান্ডার জেনারেল জিয়া কে বন্দী করেন খালেদ, নিজে সেনা প্রধান হওয়ার স্বপ্নে। ভোর রাতে জিয়ার বাসায় খালেদ তাঁর অনুগত বাহিনী পাঠান জিয়া কে বন্দী করার জন্য। অসহায় জিয়া সেই গভীর রাতে তাঁর বেডরুম থেকে খালেদ কে ফোন করেন ঃ “আই এম ইন ডেঞ্জার, সেভ মাই লাইফ”। বুদ্ধিমান জিয়া ভালোই বুঝতে পেরেছিলেন এই দুঃসময়ে পুরনো বন্ধু তাহের ছাড়া তাঁকে উদ্ধার করার কেউ নাই; মুজিব হত্যাকারী সেনা অফিসাররা আছে বিপাকে, আরেকজন তো খালেদ নিজেই।

নারায়ণগঞ্জের বাসা থেকে তাহের ছুটে আসেন ঢাকায়। তাহের তখন বিপ্লবের স্বপ্নে বিভোর এক অবসরপ্রাপ্ত কর্নেল। সেনাবাহিনীর ভেতর তাহের এর দীক্ষাপ্রাপ্ত সৈনিক দের নির্দেশ দেন জিয়া কে মুক্ত করে এলিফ্যান্ট রোডে তাহেরের ভাই এর বাসায় নিয়ে আসার জন্য। সৈনিকরা হাবিলদার হাই এর নেতৃত্তে সেদিনই জিয়া কে মুক্ত করে খালেদ এর বন্দীদশা থেকে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়ে উতফুল্ল জিয়া হাবিলদার কে জড়িয়ে ধরে বললেন তাহের কোথায় ! কিন্তু বুদ্ধিমান জিয়া ক্যান্টমেন্ট এর নিরাপদ অবস্থা থেকে তাহের এর কথা মতো এলিফ্যান্ট রোড গেলেন না।

মুক্তি পেয়ে বুদ্ধিমান জেনারেল জিয়া ভুলে যেতে থাকলেন মুক্তিদাতা বন্ধু তাহের এর কথা। ক্রুদ্ধ তাহের ক্যান্টনমেন্টে গিয়ে জিয়ার সাথে দেখা করে বলেন সোহরাওয়ারদী উদ্দানে ভাষণ দেওয়ার জন্য। জিয়া বলেন তিনি পলিটিক্স বুঝেন না, তিনি বের হবেন না ক্যান্টমেন্ট থেকে। তাহের বুঝতে পারেন জিয়া বিস্বাসঘাতকতা করছে। ইতিমধ্যে জিয়া তাঁর অবস্থান পাকা করতে থাকেন।

আর অনুধাবন করেন পথের কাঁটা একটাই, ঐ পঙ্গু কর্নেল তাহের। গ্রেফতার হয়ে যান তাহের আর বিপ্লবী সৈনিক সংস্থার নেতারা। দুটো অভিযোগ আনা হয়, বৈধ সরকার উচ্ছেদের পরিকল্পনা আর সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি; মামলার নাম “রাষ্ট্র বনাম মেজর জলিল গং”। অথচ দুইটা অভিযোগ ই ভিত্তিহীন। বৈধ সরকার ছিল মুজিব সরকার, সেটা কে উচ্ছেদ করে মোস্তাক গং ক্ষমতা দখল করে, আবার মোস্তাক কে ৮১ দিন পর উচ্ছেদ করেন খালেদ মোশাররফ।

আর দ্বিতীয়ত এসব ক্যু পাল্টা ক্যু তে সেনাবাহিনী ছিল বিশৃঙ্খল, জিয়া ছিল বন্দী। তাহের জিয়া কে উদ্ধার করলেন আর সেই জিয়ার সাজানো আদালত তাহের কে দিলো সেনাবাহিনী বিশৃঙ্খল করার অভিযোগ। এইসব স্ববিরোধী অভিযোগ তাহের নিজেই খণ্ডন করতে থাকেন প্রহসনের আদালতে। এক পর্যায়ে তাহের ট্রাইব্যুনালে দাড়িয়ে বলেন জিয়া শুধু আমার সাথেই নয় ৭ ই নভেম্বরের বিপ্লবের সাথে গোটা জাতির সাথে বিস্বাশঘাতকতা করেছেন। এরকম দৃষ্টান্ত ইতিহাসে একটাই, মীরজাফর।

১৭ জুলাই মামলার রায় হয়। সব আসামীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, আর তাহের এর জন্য মৃত্যুদণ্ড। মৃত্যু দণ্ডের পর তাহেরকে তার পরিবার অনুরোধ করে প্রান ভিক্ষা চেয়ে প্রেসিডেন্ট এর কাছে আবেদন করার জন্য; তাহের সেটা প্রত্যাক্ষান করেন। দেশের এক অস্থির সময়ে তাহের তাঁর আরাধ্য বিপ্লবের স্বপ্ন দেখছিলেন । রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে অস্থির সময় কে একটা দিশা দেওয়ার অদম্য আকাংখা ছিলো তাহের এর।

বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে শেষ হয় বিপ্লবের স্বপ্ন, সেই সাথে তাহের এর জীবন। বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরে যায়। এক সপ্নবাজ বিপ্লবীর পরাজয়ের সাথে সূচিত হয় নতুন ইতিহাস। তাহের এর হত্যার মধ্য দিয়ে এক নতুন হত্যাযজ্ঞে মেতে উঠেন জেনারেল জিয়া। নভেম্বর বিপ্লবের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ দিয়ে দুই সহস্রাধিক সেনা অফিসার এবং সৈনিক কে ফাঁসিতে ঝোলান এই জেনারেল।

বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়া কি ইতিহাসের এইসব দায় মেটাতে পারবেন ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.